সংবাদদাতা, দুর্গাপুর : দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার এসবি মোড় সংলগ্ন অঞ্চলে বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গ সরকারের জিএসটি বিভাগের নীল বাতি লাগানো একটি স্করপিও গাড়ি নিয়ে প্রকাশ্যে তোলাবাজি করছিল দুই ভুয়ো অফিসার (Fake GST Officer)। বীরভূমের পাঁচামি থেকে আসা দুটি পাথর বোঝাই লরি আটকে মোটা টাকা দাবি করে বলে অভিযোগ। লরির চালকরা মালের চালান ও অন্যান্য বৈধ কাগজপত্র তুলে দিলেও ওই দুই ব্যক্তি নিজেদের জিএসটি-র আধিকারিক (Fake GST Officer) বলে পরিচয় দিয়ে গাড়ি-প্রতি তিন হাজার টাকা করে দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় গাড়ি দুটির কাগজপত্র নিয়ে এলাকা ছাড়ে দুজন। সঙ্গে সঙ্গে দুই চালক কোক ওভেন থানার পুলিশকে পুরো ঘটনা জানালে পুলিশ সঙ্গে সঙ্গে স্করপিও গাড়ি ও তার দুই আরোহীর খোঁজ শুরু করে দেয়। রাত দুটো নাগাদ নডিহা গ্রামের কাছে পুলিশ স্করপিও গাড়ি সমেত দুই ব্যক্তিকে আটক করে। তাদের কাছে পাথরবোঝাই লরি দুটির বৈধ কাগজপত্র পাওয়া গেলে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানায় আটক জগদীশ পাল ও বাসুদেব পাল সম্পর্কে কাকা-ভাইপো। তারা নডিহা গ্রামেরই বাসিন্দা। প্রায়দিনই দুজন নীল বাতি জ্বালানো গাড়ি নিয়ে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে মোটা টাকা তোলা আদায় করে বলে অভিযোগ। কোকওভেন থানার পুলিশ শুক্রবার দুজনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে তারা।