সঞ্জিত গোস্বামী, পুরুলিয়া: উন্নয়নের একাদশ বর্ষ শেষে দ্বাদশ বর্ষ শুরু হতেই প্রত্যন্ত অযোধ্যা পাহাড় (Ajodhya Pahar) পেল পূর্ণাঙ্গ হাসপাতাল (Hospital)। সোমবার পাহাড়ে আদিবাসী উৎসব। তার আগেই তেলিয়াভাসা স্বাস্থ্যকেন্দ্রকে পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করল স্বাস্থ্য দফতর। আগে এখানে শুধু আউটডোর পরিষেবা চালু ছিল। হাসপাতালে শুক্রবার থেকে চালু হল দশ শয্যার ইনডোর। থাকছেন দুজন চিকিৎসক ও পাঁচজন নার্স। হাসপাতালটি উন্নীত হওয়ায় খুশি এলাকার মানুষ। জেলাশাসক রাহুল মজুমদার জানিয়েছেন, তিনি নিজে পাহাড়ে গিয়ে পরিস্থিতি দেখেছিলেন। অযোধ্যা পাহাড়ে একটি হাসপাতাল অত্যন্ত জরুরি। কারণ, দুর্গম এলাকাগুলি থেকে পাহাড় উজিয়ে বাঘমুণ্ডির পাথরডি ব্লক হাসপাতালে আসা সমস্যার। সিরকাবাদ হাসপাতালে (Hospital) যেতে গেলেও পাহাড় পেরিয়ে যেতে হবে। তাই তিনি নিজে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি দেখতে বলেছিলেন। পাহাড়ের (Ajodhya Pahar) অন্যতম সমাজসেবী অখিল সিং সর্দার বলেন, ‘হাসপাতালটি চালু হওয়ায় উপকৃত হবেন অযোধ্যা পাহাড়ের মানুষ। এখানে কাজ করতে যাতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোনও সমস্যা না হয়, তা দেখব আমরা।’
আরও পড়ুন: পাশে মানবিক তৃণমূল