পাশে মানবিক তৃণমূল

Must read

সংবাদদাতা, মালদহ : ঝড় ও বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত একাধিক পরিবার। পরিবারগুলির পাশে দাঁড়ালেন মালদহ জেলা (Trinamool Congress) পরিষদের নারী শিশু কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন। জানা গিয়েছে, শুক্রবার রাতে প্রবল ঝড় ও হাওয়া বইতে শুরু হয়। তারই দাপটে ক্ষতিগ্রস্ত হয় হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতনগর অঞ্চলের একাধিক বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের ফসল। বিচ্ছিন্ন হয়ে পড়ে বৈদ্যুতিক পরিষেবা। একপ্রকার লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মালদহ জেলা (Trinamool Congress) পরিষদের কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন। নিজস্ব উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রিপল, শুকনো খাবার বিতরণ করেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে মর্জিনা জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে তাঁদের সরকারিভাবে সাহায্য পাইয়ে দেওয়ার চেষ্টা করব।

আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের এক বছর আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা বিপ্লব দেবের, কী বলছে তৃণমূল

Latest article