বিদ্যুৎ বিপর্যয়ে পাখা, আলো দান

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : বিদ্যুৎ বিপর্যয়ে (Power Outage) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। ১২ মে শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি এক ও দুই গ্রাম পঞ্চায়েতের পাঁচকেলগুড়ি, সিপাইপাড়া, দেওয়ানি বস্তি-সহ বেশ কয়েকটি পাড়ায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল। গোটা এলাকা বিদ্যুৎহীন অবস্থায় কাটিয়েছে। কিন্তু বিদ্যুৎ দফতর তড়িঘড়ি কাজ শুরু করে। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ৩০০ পরিবারের পাকা, আলো, এসি, টিভি ইত্যাদি বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে গিয়েছিল। সব মিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছিল। ক্ষতিগ্রস্তদের মধ্যে বেশকিছু দুঃস্থ পরিবার রয়েছে। তাদের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। শনিবার ফুলবাড়ি এলাকার তৃণমূল নেতা গৌতম গোস্বামী ও পঞ্চায়েত সদস্য গীতা দাস পাখা, আলো তুলে দিলেন দুঃস্থ পরিবারগুলি হাতে। গৌতম বলেন, বিদ্যুৎ বিপর্যয়ের (Power Outage) কারণে অনেকেরই বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে গিয়েছে। সাধ্যমতো কিছু দুঃস্থ পরিবারের হাতে পাখা ও আলো দিলাম।

আরও পড়ুন: অযোধ্যা পাহাড়ে পূর্ণাঙ্গ হাসপাতাল

Latest article