প্রতিবেদন : অপমানিত ঋদ্ধিমান সাহা আর বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে চাইছেন না। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার কাছে বাংলার উইকেটকিপার-ব্যাটার নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) চেয়েছেন। মঙ্গলবারই ঋদ্ধিমানকে রেখে রঞ্জি নক-আউট পর্বের জন্য বাংলা দল ঘোষণা করে সিএবি। ২৪ ঘণ্টার মধ্যে ঋদ্ধির বাংলা ছাড়তে চাওয়া নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে।
আরও পড়ুন-এডস আক্রান্তকে আজীবন চিকিৎসার মধ্যে থাকতে হয়
ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়ার পর ঋদ্ধিমান জানিয়েছিলেন, তিনি আপাতত লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন। তাই রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ খেলবেন না। এই সময় সিএবি যুগ্মসচিব দেবব্রত দাস ঋদ্ধিমানের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। যা এখনও ভোলেননি বাংলার এই অভিজ্ঞ উইকেটকিপার। তাই ক্ষোভ-অভিমান নিয়েই বাংলা ছাড়তে চাইছেন ঋদ্ধিমান।
আরও পড়ুন-দূষণ ডেকে আনছে অনেক প্রজাতির বিলুপ্তি
পুরো ঘটনা স্বীকার করে নিয়েছেন ঋদ্ধিমানের স্ত্রী রোমি মিত্র সাহা। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘‘এতদিন বিভিন্ন দলের হয়ে খেলছে। কখনও ওর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠেনি। অথচ সিএবি-র ওই কর্তা ওর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এতে ও খুব আঘাত পেয়েছে। এদিন সিএবি সভাপতির সঙ্গে কথা বলে ও নিজের মনের কথা জানিয়ে দিয়েছে। ঋদ্ধির মনে হচ্ছে নিজেকে আর বাংলার জার্সিতে মেলে ধরতে পারবে না। তাই বাংলা ছাড়তে চেয়ে সিএবি সভাপতিকে ফোন করে এনওসি চেয়েছে।”
আরও পড়ুন-সংখ্যালঘু সংহার
সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ‘‘আমরা লিখিত কিছু পাইনি। ওর সঙ্গে কথা হয়েছে। কিন্তু কোনও আলোচনা খেলোয়াড় ও প্রতিষ্ঠানের মধ্যে হলে সেটা তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। আমি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।”