মুম্বই, ১৭ মে : মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে চলতি আইপিএলে এখনও আশা বেঁচে সানরাইজার্স হায়দরাবাদের। ব্যাটে রাহুল ত্রিপাঠী ও বলে উমরান মালিকের দাপটে মঙ্গলবার ওয়াংখেড়েতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রোহিত শর্মার দলকে ৩ রানে হারাল হায়দরাবাদ। এই জয়ের ফলে প্লে-অফে ওঠার একটা ক্ষীণ আশা জিইয়ে রাখল কেন উইলিয়ামসনের দল। ১৩ ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট ১২। শেষ ম্যাচে বিশাল ব্যবধানে জিতলেও অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
আরও পড়ুন-ওআইসি-র মন্তব্যের প্রতিবাদ ভারতের
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। হায়দরাবাদ ২০ ওভারে করে ৬ উইকেটে ১৯৩ রান। রাহুল ত্রিপাঠী (৪৪ বলে ৭৬), প্রিয়ম গর্গ (২৬ বলে ৪২) ও নিকোলাস পুরানের (২২ বলে ৩৮) ব্যাটে ভর করে এই স্কোর করে হায়দরাবাদ। মুম্বইয়ের হয়ে সব থেকে সফল বোলার রামনদীপ সিং। চণ্ডীগড়ের তরুণ ডান হাতি পেসার নেন ৩ উইকেট। জসপ্রীত বুমরা, ড্যানিয়েল স্যামসের ঝুলিতে একটি করে উইকেট।
আরও পড়ুন-বাংলা ছাড়তে চেয়ে ফোন ঋদ্ধিমানের
জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে মুম্বই খুব ভাল শুরু করে। অধিনায়ক রোহিত ও ঈশান কিসানের ওপেনিং জুটিতে ওঠে ৮৫ রান। কিন্তু রোহিত (৩৬ বলে ৪৮) ও ঈশান (৩৪ বলে ৪৩) ফিরতেই চাপে পড়ে যায় মুম্বই ব্যাটিং। গতির ঝড় তুলে হায়দরাবাদের উমরান মালিক এক ওভারে ফিরিয়ে দেন মুম্বইয়ের দুই ব্যাটার তিলক ভার্মা ও ড্যানিয়েলকে। এর পর টিম ডেভিড (১৮ বলে ৪৬) মরিয়া চেষ্টা করলেও তাঁর রান আউট মুম্বইকে বড় ধাক্কা দেয়। শেষ দিকে রামনদীপ (৬ বলে ১৪) চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। ৩ রান দূরে থামতে হয় মুম্বইকে। হায়দরাবাদের হয়ে উমরান ৩ উইকেট নেন। তবে ম্যাচের সেরা ত্রিপাঠী।