কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে ৯২ হাজার কোটি টাকা। মোদি সরকার সেটা দেওয়ার নামও করছে না। উল্টে বন্ধ করেছে আইসিডিএস-এর টাকা। বাংলা থেকে দিল্লি- এই নিয়ে আন্দোলন এর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, মেদিনীপুরের (Medinipur) কর্মিসভা থেকে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। জবাব চাই-জবাব দাও: স্লোগান তুলে তিনি বলেন,“কেন্দ্র মানুষের পকেট লুট করছে, আর প্রতিবাদ করলেই হিন্দু-মুসলিম দাঙ্গা বাধিয়ে দেওয়া হচ্ছে।”
আরও পড়ুন-‘আমি নই, আমরা’ এই মূলমন্ত্রে এগিয়ে যাবে তৃণমূল কংগ্রেস, মেদিনীপুরের মঞ্চ থেকে সাফ জানিয়ে দিলেন মমতা
একদিকে পেট্রোপণ্যের অগ্নিমূল্য, অন্যদিকে রাজ্যের পাওনা আটকে রাখা থেকে শুরু করে, ১০০দিনের কাজের টাকা না দেওয়া-সব বিষয় নিয়েই বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। এই নিয়েই এদিনের সভা থেকে কেন্দ্রকে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। মেদিনীপুরের সভায় ছিলেন সাংসদ দীপক অধিকারী -দেব, জুন মালিয়া, মানস ভুঁইয়া-সহ অন্যান্যরা। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, “গ্যাসের দামের ঢেউ উঠছে সমুদ্রের ঢেউয়ের মতো। লুঠ, লুঠ, লুঠ হচ্ছে। কেন্দ্র মানুষের পকেট লুঠ করেই চলেছে।” ৮০০ ওষুধের দাম বৃদ্ধি করেছে মোদি সরকার। এই বিষয় নিয়েও তুলোধনা করেন মমতা। মমতার অভিযোগ, “গ্যাস, পেট্রল, ওষুধ থেকে কোটি কোটি টাকা কাটমানি খাচ্ছে কেন্দ্র। প্রতিবাদ করলেই হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানো হচ্ছে।”
আরও পড়ুন-আজ শ্রেয়সদের সামনে লখনউ, জিতলেও নিশ্চিত নয় প্লে-অফ
আইসিডিএস-এর টাকা বন্ধ করেছে কেন্দ্র। ১০০দিনের কাজের টাকা ৫মাস ধরে টাকা বন্ধ করে রেখেছে মোদি সরকার। মমতা বলেন, গরিব মানুষ টাকা পাচ্ছেন না। এই নিয়ে বিজেপি নেতাদের দেখলেই জবাব চাওয়ার কথা বলে তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, জবাব চাই-জবাব দাও। আক্রমণ নয়, রাজনৈতিক ভাবে প্রতিবাদ গড়ে তোলার বার্তা দেন মমতা।
আরও পড়ুন-মুম্বই জয়ে আশা বেঁচে হায়দরাবাদের
মানুষ পাশে থাকলে তাঁরা দিল্লি জয় করবেন বলেও জানান তৃণমূল সুপ্রিমো। সব নয়, কয়েকটি মিডিয়াকে বিজেপি কিনে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার, ঝাড়গ্রামেও কর্মিসভা হবে।