সংবাদদাতা, জলপাইগুড়ি : বারবার চা-বাগানের সমস্যা সমাধানের জন্য বৈঠক করেও শ্রমিকদের সমস্যার সমাধান হয়নি। এবার ‘কাজ ছাড়ো দফতর চলো’ এই স্লোগান সামনে রেখে শ্রমিকদের তিন দফা দাবি তুলে আন্দোলনে নামল ২৩টি শ্রমিক সংগঠনের জয়েন্ট ফোরাম। চা-শ্রমিকদের দীর্ঘদিনের দাবি নূন্যতম বেতন দিতে হবে, বন্ধ বাগান সব ক’টি চালু করতে হবে ও চা-বাগানে বসবাসকারী সকলকে জমির পাট্টা দিতে হবে।
আরও পড়ুন-রেলের স্কুলে ভর্তি-রাজনীতি
দীর্ঘদিন থেকে উত্তরবঙ্গের ২৩টি শ্রমিক সংগঠন একসঙ্গে একজোট হয়ে জয়েন্ট ফোরামের মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে রাজ্য সরকার একটি কমিটি গঠন করে। পর পর ১৮বার বৈঠক করেছে। কিন্তু কোনও বৈঠকে মালিকপক্ষ হাজির হয়নি। ফলে কোনও সমাধান সূত্র বের হয়নি৷ এই কারণে জলপাইগুড়ি ডেপুটি লেবার কমিশনার দফতরে বিক্ষোভ দেখান। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দেওয়া হয় জয়েন্ট ফোরানের পক্ষ থেকে বলে জানালেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য জীবন সরকার।