আহত বিজেপি নেতার পাশে তৃণমূল

শিলিগুড়ি এবং কোচবিহারের নার্সিংহোমে চিকিৎসায় খরচ হয়েছে প্রায় ২ লক্ষ টাকা। তার বেশ খানিকটা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ছাড় পেয়েছেন

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : দুর্ঘটনায় আশঙ্কাজনকভাবে আহত বিজেপি নেতার খোঁজ নেয়নি দল, পাশে দাঁড়ালেন ব্লক যুব তৃণমূল সভাপতি রানা পাল। বিজেপিতে নিচুতলার নেতা-কর্মীদের যে কোনও মূল্যই নেই তা আবারও প্রমাণিত হল। ৩ মে পথ-দুর্ঘটনায় গুরুতর আহত হন আলিপুরদুয়ার জেলা বিজেপির ৪ নং সাংগঠনিক মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক পশ্চিম চেপানির পীযূষ দেবনাথ। মাথায়, কোমরে চোট এবং ঘাড়ের হাড় ভেঙে এই মুহূর্তে শয্যাশায়ী পীযূষ।

আরও পড়ুন-আন্দোলনে চা-শ্রমিকেরা

শিলিগুড়ি এবং কোচবিহারের নার্সিংহোমে চিকিৎসায় খরচ হয়েছে প্রায় ২ লক্ষ টাকা। তার বেশ খানিকটা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ছাড় পেয়েছেন। এই দুর্দিনে তাঁর দল বিজেপির তরফে পাননি কোনও সাহায্য। দলের কোনও নেতা খোঁজটুকুও নেননি। নিদারুন অর্থকষ্টে থাকা বিজেপি নেতার পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকালে দলীয় কর্মীদের নিয়ে পীযূষের বাড়ি গিয়ে তাঁর হাতে কয়েক হাজার টাকা নগদ ও বেশ কিছু ফল ও অন্যান্য সামগ্রী তুলে দেন রানা।

আরও পড়ুন-রেলের স্কুলে ভর্তি-রাজনীতি

পীযূষের স্ত্রী আশালতা জানান, ৩ মে রাতে ৩১ সি জাতীয় সড়কের ধারসি এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন পীযূষ। আশালতার অভিযোগ, এখনও বিজেপির তরফে কানাকড়িও সাহায্য করা হয়নি। এক ছেলে ও মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তবে যুব তৃণমূলের সাহায্যে অনেকটা নিশ্চিন্ত হয়েছে ওঁর পরিবার। রানা বললেন, ‘ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ হলেও এই রাজ্যেরই বাসিন্দা। তাই ওঁর বিপদে পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য।’

Latest article