বিরোধী-আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে জখম ২ তৃণমূলকর্মী, বনমন্ত্রীর হস্তক্ষেপ, গ্রেফতার ৫

তাদের বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আহত রাজু এবং শান্তনু বর্তমানে বাইপাসে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন

Must read

সংবাদদাতা, হাবড়া : বিরোধী-আশ্রিত দুষ্কৃতীরা অশান্তি সৃষ্টির লাগাতার চেষ্টা চালাচ্ছে। তারই জেরে রাতের অন্ধকারে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার শ্রীনগর শিবমন্দির এলাকায় রাতের অন্ধকারে গুলি করা হল দুই তৃণমূল কংগ্রেস সমর্থক রাজু ঘোষ এবং শান্তনু রায়কে। ঘটনার পরই স্থানীয় বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তৎপরতায় হাবড়া থানার পুলিশ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তারা হল হিজলপুকুর তিন নম্বর রেল কলোনির সঞ্জয় মণ্ডল (৪২), শ্রীনগর গোয়ালবাটির সন্তু সাহা (২৮), হাবড়া শ্রীপুরের লক্ষণ সাহা (৩৪), মানিকতলার কালা সরকার (৩০) এবং গোবরডাঙার দেবাশিস দে (৪২)।

আরও পড়ুন-আহত বিজেপি নেতার পাশে তৃণমূল

তাদের বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আহত রাজু এবং শান্তনু বর্তমানে বাইপাসে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পর রাত থেকেই জ্যোতিপ্রিয় আশপাশের থানাগুলিকে নাকাবন্দী করার অনুরোধ করেন। পুলিশ রাতেই পাঁচজনকে গ্রেফতার করে। বনমন্ত্রী বলেন, ‘আহত দুজনই তৃণমূল কংগ্রেসের সমর্থক। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা কুখ্যাত দুষ্কৃতী। সম্প্রতি জেল থেকে বেরিয়ে বারাসতে এক নেতার অধীনে কিছুদিন থাকার পর এলাকায় এসে আবার অসামাজিক কাজ করছে। এটা মেনে নেওয়া যাবে না। প্রশাসনকে অনুরোধ করেছি, কঠোর হাতে ব্যবস্থা গ্রহণ করতে।’ এলাকায় উত্তেজনা রয়েছে। তাই সেখানে বসানো হয়েছে পুলিশ পিকেট।

আরও পড়ুন-আন্দোলনে চা-শ্রমিকেরা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ১২টা নাগাদ ১০ নম্বর ওয়ার্ডের শ্রীনগরে পরপর বেশ কয়েকটি বোমা ছোঁড়ার পর স্থানীয় দুই যুবকের উপর গুলি চালানো হলে দুজনকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা নিয়ে যান হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে।

Latest article