সৌমালি বন্দ্যোপাধ্যায়: রাজ্য সরকারের দাবি মেনে পাটের দামের ঊর্ধ্বসীমা তুলে দিতে বাধ্য হল কেন্দ্র। কেন্দ্রের অধীন জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পাটের মূল্যের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছিল। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া পাটের দাম কুইন্টাল পিছু সাড়ে ৬ হাজার টাকা বেঁধে দিয়েছিল। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়ছিলেন পাট চাষীরা। পাট চাষীদের স্বার্থে এবং চটকলগুলিকে বাঁচাতে এই উর্ধ্বসীমা তুলে দেওয়ার জন্য রাজ্য সরকার লাগাতার দাবি জানিয়ে আসছিল।
আরও পড়ুন-অন্যায়ের প্রতিবাদ করে আক্রান্ত তৃণমূল নেতা
শ্রমমন্ত্রী বেচারাম মান্না একাধিকবার এই ব্যাপারে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি লিখিতভাবেও কেন্দ্রের কাছে এই বিষয়ে আবেদন জানিয়েছিলেন। এই দাবিতে তৃণমূলের শ্রমিক সংগঠনও আন্দোলনে নেমেছিল। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জুট কমিশনারের অফিস ঘেরাও করে প্রতিবাদ জানানো হয়েছিল। ঋতব্রতর ট্যুইট— এই জয় সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। রাজ্য সরকারের দাবি মেনে অবশেষে দেরিতে হলেও বোধোদয় হল কেন্দ্রের। বৃহস্পতিবার জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে পাটের মূল্যের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার কথা জানানো হয়।
আরও পড়ুন-সুন্দরবনে চালু উইনার্স বাহিনী
এই ব্যাপারে শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘কেন্দ্র পাটের দামের উর্ধ্বসীমা বেঁধে দেওয়ায় বহু পাট চাষী যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন তেমনি পাট শিল্পও ক্ষতির মুখে পড়ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দামের এই ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার জন্য আমরা কেন্দ্রের কাছে একাধিকবার দাবি জানিয়েছিলাম। দেরিতে হলেও অবশেষে কেন্দ্র আমাদের দাবি মেনে নিল। এটাই যদি আরও আগে সিদ্ধান্ত নিত তা হলে পাটশিল্পের সঙ্গে যুক্ত লাখো মানুষ উপকৃত হতেন।