সুন্দরবনে চালু উইনার্স বাহিনী

মুখ্যমন্ত্রীর নির্দেশ ও ভাবনায় মহিলাদের নিরাপত্তারক্ষায় রাজ্যের সর্বত্র গড়ে উঠছে জেলা পুলিশের উদ্যোগে মহিলা পুলিশের উইনার্স টিম

Must read

সংবাদদাতা, কাকদ্বীপ : মুখ্যমন্ত্রীর নির্দেশ ও ভাবনায় মহিলাদের নিরাপত্তারক্ষায় রাজ্যের সর্বত্র গড়ে উঠছে জেলা পুলিশের উদ্যোগে মহিলা পুলিশের উইনার্স টিম। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলাতেও একইভাবে চালু হয়ে গেল মহিলাদের নিরাপত্তায় উইনার্স টিম। কাকদ্বীপের চৌরাস্তা মোড়ে টিমের সূচনা অনুষ্ঠানে ছিলেন রাজ্য পুলিশের আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ)‌ তন্ময় রায়চৌধুরি, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, সুন্দরবনের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়-সহ অন্য বিশিষ্টজনেরা।

আরও পড়ুন-তোলাবাজের হাতে আক্রান্ত ব্যবসায়ী

জেলা পুলিশের ২০ জন মহিলা কনস্টেবলকে নিয়ে এই জেলার উইনার্স টিম তৈরি করা হয়েছে। আগামী দিনে সুন্দরবন পুলিশ জেলায় মহিলাদের নিরাপত্তার জন্য কাজ করবে এই টিম। উইনার্স টিমের সদস্যরা প্রত্যেকেই স্কুটি চালাতে পারেন। এ-ছাড়া নির্দিষ্ট কিছু প্রশিক্ষণও দেওয়া হয়েছে তাঁদের। উদ্বোধনী মঞ্চ থেকে আইজি তন্ময় রায়চৌধুরি বলেন, ‘রাজ্যের অন্য পুলিশ জেলার সঙ্গে সুন্দরবনেও উইনার্স টিম কাজ করবে। মহিলাদের সুরক্ষা নিশ্চিত করাই রাজ্য পুলিশের লক্ষ্য।’‌

Latest article