প্রতিবেদন : চলতি মাসের ৩১ তারিখে দেশজুড়ে রেল পরিষেবা (Indian Railways) স্তব্ধ হয়ে যেতে পারে। কারণ ওইদিন দেশের সব স্টেশনমাস্টার একদিনের ধর্মঘট করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় ৩৫ হাজার স্টেশনমাস্টার এই ধর্মঘটে যোগ দিতে চলেছেন। তাঁরা জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই রেল কর্তৃপক্ষকে তাঁদের দাবি-দাওয়া মেনে নিতে হবে। অন্যথায় তাঁরা ধর্মঘটে যাবেন। অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশন ২০২০ সালের অক্টোবর থেকেই একাধিক দাবি জানাচ্ছে। সাধারণ সম্পাদক পি সুনীল কুমার জানিয়েছেন, দাবি পূরণ না হলে যে ধর্মঘট, সে বিষয়টি নিয়ে রেল বোর্ডের চেয়ারম্যানকে নোটিশ দিয়ে আগেই জানিয়েছেন। তাঁরা হঠকারী কাজ করছেন না। দেশের ৬৮ ডিভিশনে কয়েক হাজার শূন্যপদ দ্রুত পূরণ, নাইট ডিউটির ভাতা চালু ও কর্মী সুরক্ষাই তাঁদের দাবি। সংগঠনের বক্তব্য, বিষয়টি এখন রেল বোর্ডের কোর্টে। রেল বোর্ড যদি দেশের ট্রেন (Indian Railways) পরিষেবা স্বাভাবিক রাখতে চায় তবে অবিলম্বে তাঁদের দাবিদাওয়াগুলির দ্রুত নিষ্পত্তি করতে হবে। অন্যথায় ধর্মঘট।