মাঙ্কিপক্স আতঙ্ক, এবার ভারতেও জারি সতর্কবার্তা

Must read

প্রতিবেদন : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্সের (Monkeypox Virus)  সংক্রমণ। ইউরোপ ও উত্তর আমেরিকার পর এবার অস্ট্রেলিয়াতেও সন্ধান মিলেছে এই রোগের। এহেন পরিস্থিতিতে এবার নড়েচড়ে বসল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং আইসিএমআরকে ‘মাঙ্কিপক্স’ পরিস্থিতির উপর সতর্ক নজর রাখার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: সংখ্যালঘু ভেবে হিন্দু প্রৌঢ়কে পিটিয়ে মারল বিজেপি নেতা

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, বিদেশে ‘মাঙ্কিপক্স’ (Monkeypox Virus) পরিস্থিতির উপর নিবিড় নজর রাখুন, ক্ষতিগ্রস্ত দেশগুলি থেকে আসা অসুস্থ যাত্রীদের বিচ্ছিন্ন করুন এবং পরীক্ষার জন্য তাঁদের নমুনা এনআইভি পুণে-তে পাঠান। বিমানবন্দরগুলিকেও বিশেষভাবে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ‘মাঙ্কিপক্স’ সংক্রমণের জেরে শুক্রবার এক জরুরি বৈঠক ডাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে, ‘হু’-এর পক্ষ থেকে বলা হয়েছিল, আক্রান্তদের অধিকাংশই সমকামী বা উভকামী পুরুষ। অর্থাৎ, যেসব পুরুষ অন্য পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন, তাঁদের ক্ষেত্রেই এই রোগ ছড়াচ্ছে। ব্রিটেনের ‘হেলথ সিকিউরিটি এজেন্সি’ও তাদের দেশের সাম্প্রতিক সংক্রমণগুলির ক্ষেত্রে একই ধরনের রিপোর্ট করেছে। স্পেনে এই রোগ ছড়াচ্ছে প্রধানত মাদ্রিদ অঞ্চলে। যদিও বিজ্ঞানীদের দাবি, ‘মাঙ্কিপক্স’ বিশেষভাবে যৌন সংসর্গের মাধ্যমেই সংক্রমিত হয়, তা বলার মতো সময় এখনও আসেনি। তবে, যৌন সংসর্গে ভাইরাস সংক্রমণের বিষয়টি একেবারে নতুন তথ্য। এই সম্পর্কে আরও তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের প্রয়োজন। এর ফলে, স্থানীয় স্তরে ‘মাঙ্কিপক্স’ রোগের বিস্তার কীভাবে ঘটছে, সেই সম্পর্কেও যথাযথ ধারণা করা যাবে।

Latest article