প্রতিবেদন : প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস শিবিরে রয়েছেন জস বাটলারের মতো ব্যাটার। যিনি তিনটি সেঞ্চুরি-সহ মোট ৬২৯ রান করে এবারের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। যদিও বাটলার-আতঙ্কে ভুগছেন না গুজরাট টাইটান্সের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে রাজস্থানের মুখোমুখি হবে গুজরাট। ঘরের মাঠ ইডেনের পিচে বল করার জন্য মুখিয়ে রয়েছেন শামি। আত্মবিশ্বাসী শামি বলছেন, ‘‘আমি সব সময় নিজের উপরে বিশ্বাস রেখে মাঠে নামি। বিপক্ষে কোন ব্যাটার আছে, তা নিয়ে মাথা ঘামাই না। বরং নিজের স্কিলের উপরেই আস্থা রাখি।’’
আরও পড়ুন-এখন আমার ঘরের মাঠ মোতেরাই : ঋদ্ধিমান
এবারের আইপিএলে ১৪ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন শামি। ২২ গজে সাফল্যের জন্য তাঁর সহজ মন্ত্র—‘‘ম্যাচের আগে পর্যাপ্ত বিশ্রাম এবং ভাল করে ঘুম।’’ শামি এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘টি-২০ ক্রিকেটে বোলিং করার সময় বৈচিত্র খুব জরুরি। তবে আমার মতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সঠিক লাইন ও লেংথে বল রাখা। যাতে বিপক্ষ সহজে রান তুলতে না পারে।’’