এখন আমার ঘরের মাঠ মোতেরাই : ঋদ্ধিমান

রঞ্জি খেলার প্রসঙ্গ বা ইডেনে প্লে-অফ খেলার অনুভূতি নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি গুজরাট টাইটান্সের নির্ভরযোগ্য ব্যাটার

Must read

প্রতিবেদন : নিজের শহরে আইপিএল প্লে- অফ খেলতে নামার আগেও কি অভিমানী ঋদ্ধিমান সাহা। আইপিএল শুরুর কয়েক মাস আগে থেকে কম ঝড়ঝাপ্টা যায়নি বঙ্গ উইকেটকিপার-ব্যাটারের উপর দিয়ে। সব সামলে চলতি আইপিএলে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে যাচ্ছেন ঋদ্ধিমান। মঙ্গলবার নিজের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সের বাইশ গজে ব্যাট হাতে নামবেন শিলিগুড়ির পাপালি। কিন্তু তাঁর বিরুদ্ধে সিএবি কোষাধ্যক্ষের অভিযোগ নিয়ে ঋদ্ধিমানের ক্ষোভ, অভিমান এমন জায়গায় পৌঁছেছে যে, রঞ্জি খেলার প্রসঙ্গ বা ইডেনে প্লে-অফ খেলার অনুভূতি নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি গুজরাট টাইটান্সের নির্ভরযোগ্য ব্যাটার।

আরও পড়ুন-বাড়ছে লুপ্তপ্রায় কচ্ছপ সোনাকাঠা, হল কর্মশালা

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কোয়ালিফায়ারের আগের দিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ঋদ্ধি সরাসরি বলে দেন, ‘‘এখানে আমি গুজরাটের প্রতিনিধিত্ব করছি। তাই আমার হোম গ্রাউন্ড মোতেরা স্টেডিয়াম। আমি সেটাই বিশ্বাস করি। যেহেতু আমি কেকেআর দলের সঙ্গে নেই, তাই ইডেন আমার ঘরের মাঠ নয়।’’ এর পর ঋদ্ধির সংযোজন, ‘‘আমি এর আগে ইডেনে হয়তো অনেক ম্যাচ খেলেছি, কিন্তু এখন আমি এখানে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছি।’’ আইপিএলের পর বাংলার হয়ে রঞ্জি নকআউট ম্যাচ খেলবেন কি না, সেই প্রসঙ্গেও প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বাংলার অভিজ্ঞ ক্রিকেটার। বলেছেন, ‘‘এই প্রশ্নের উত্তর দিতে পারব না।’’

আরও পড়ুন-মুখ্যমন্ত্রী আসছেন, প্রস্তুতি তুঙ্গে

চলতি আইপিএলে ভাল খেলেও ভারতীয় টি-২০ দলে জায়গা হয়নি তাঁর। টেস্ট দলেও জায়গা ফিরে পাননি। এই প্রসঙ্গে এদিন ঋদ্ধির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘আমার কাছে দল আগে, ব্যক্তিগত পারফরম্যান্স নয়। ভারতীয় দল নির্বাচন নিয়ে আমি ভাবছি না। আমরা এখানে আইপিএলের কোয়ালিফায়ার খেলতে এসেছি। আমাদের ফোকাস এখন সেখানেই।’’ টপ অর্ডারে ব্যাটিং যে উপভোগ করছেন সেটাও জানিয়েছেন ঋদ্ধিমান।

Latest article