ভারতীয় দলে কার্তিক, ঘরের ছেলে নেই, নির্বাচকরা জানে : সৌরভ

চলতি আইপিএলে ধারাবাহিকভাবে ভাল খেলার পরেও ঋদ্ধিমানকে ভারতীয় টি-২০ দলে সুযোগ দেননি নির্বাচকরা। ফেরানো হয়নি টেস্ট দলেও

Must read

প্রতিবেদন : চলতি আইপিএলে ধারাবাহিকভাবে ভাল খেলার পরেও ঋদ্ধিমানকে ভারতীয় টি-২০ দলে সুযোগ দেননি নির্বাচকরা। ফেরানো হয়নি টেস্ট দলেও। অথচ, ভারতীয় টি-২০ দলে ফেরানো হয়েছে ৩৬ বছরের দীনেশ কার্তিককে।

আরও পড়ুন-বাটলার-ভীতিতে ভুগছেন না শামি

সোমবার দুপুরে আইপিএল প্লে-অফের প্রস্তুতি দেখতে ইডেন গার্ডেন্সে আসেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে বোর্ড প্রধান জানিয়ে দেন, ঋদ্ধিমানের বিষয়টি নির্বাচকরাই বলতে পারবেন। সৌরভ বলেছেন, ‘‘নির্বাচকরা দল নির্বাচন করেছে। ঋদ্ধিমান কেন দলে নেই, সেটা ওরাই বলতে পারবে।’’ অর্শদীপ সিং এবং উমরান মালিকের প্রথমবার ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়েও নির্বাচকদের কোর্টে বল ঠেলেছেন বোর্ড প্রেসিডেন্ট। সোমবার দুপুর থেকে দীর্ঘ সময় ইডেনে থেকে প্লে অফের প্রস্তুতি খতিয়ে দেখেন সৌরভ। দীর্ঘক্ষণ উইকেট পর্যবেক্ষণ করেন। পিচে দাঁড়িয়ে স্টান্স নিতেও দেখা যায়। প্লে অফে কেকেআর না থাকা সত্ত্বেও ইডেন ম্যাচের জন্য টিকিটের হাহাকার। সৌরভ বলেন, ‘‘আইপিএলে এই উৎসাহ বরাবরই দেখা যায়।’’

Latest article