অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর, সরকারি জমি দখল করে প্রোমোটারি করার অভিযোগ উঠল স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার বেনাচিতির জে কে পাল লেন সংলগ্ন এলাকায় এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় পুরমাতা অসীমা চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছলে তাঁকে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুর্গাপুর থানার বিশাল পুলিশবাহিনী এবং কমব্যাট ফোর্স ঘটনাস্থলে পৌঁছয়।
আরও পড়ুন-অভিষেকের জনসভার প্রস্তুতি
এই এলাকার একটি শ্মশানের নামে রেকর্ড থাকা বেশ কিছুটা জমি জোর করে দখল করার চেষ্টা করছিল বিজেপির ছত্রছায়ায় থাকা কয়েকজন প্রোমোটার। শ্মশানের নামে রেকর্ড থাকলেও গত প্রায় ৫০ বছর ধরে ওই জমিতে তৈরি একটি রাস্তা ব্যবহার করে আসছেন এলাকার বাসিন্দারা। কিছুদিন আগে এই অঞ্চলে একটি মন্দির নির্মাণ করে সেটি বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষকে দিয়ে উদ্বোধনও করানো হয়। অভিযোগ উঠেছে, ওই মন্দির কমিটির কর্তাব্যক্তিরাই শ্মশানের ওই জমিটি হাতিয়ে সেখানে ফ্ল্যাট বাড়ি তৈরি করতে চাইছেন। বিজেপি নেতা-কর্মীদের এই ঘৃণ্য চক্রান্তে বাধা দেবার চেষ্টা করেন এলাকার একটি ক্লাবের সদস্যরা।
আরও পড়ুন-ভারতীয় দলে কার্তিক, ঘরের ছেলে নেই, নির্বাচকরা জানে : সৌরভ
সোমবার ঘটনাস্থলে পৌঁছন ১৫ নম্বর ওয়ার্ডের পুরমাতা অসীমা চক্রবর্তী। তিনি মন্দির কমিটির লোকজনদের ডেকে সমস্যাটি সুষ্ঠুভাবে মিটিয়ে নেবার আবেদন জানান। সেই সঙ্গে জমিটির প্রকৃত মালিকানা কার তা আমিন ডেকে মাপজোক করারও প্রস্তাব দেন। তখনই প্রবীণা এই নেত্রীকে ঠেলাঠেলি করে মন্দির কমিটির লোকজন বলে অভিযোগ। আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি (পূর্ব) প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় বলেন, একটি জমিকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।