প্রতিবেদন : মার্কিন গোয়েন্দা রিপোর্টে আগেই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। সেই আশঙ্কা মিলিয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান ছাড়তেই তিনটি মিসাইল উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। যার মধ্যে রয়েছে একটি নতুন ও অত্যাধুনিক আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্রও। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে জাপান, দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। কোয়াড বৈঠক শেষে মঙ্গলবারই বাইডেন জাপান থেকে দেশে ফিরে যান।
আরও পড়ুন-বন্দুকবাজ কিশোরের হানায় টেক্সাসে হত পড়ুয়া-সহ ২১
প্রেসিডেন্টের টোকিও ছাড়ার কয়েক ঘণ্টা পরেই বুধবার তিনটি মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। এই মিসাইলগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে উনের নতুন আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ‘হওয়াসং-১৭’। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। সিওলের দাবি, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ের কাছেই সুনান এলাকা থেকে মিসাইলগুলি ছোঁড়া হয়। জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি বলেন, এ ধরনের উসকানিমূলক পদক্ষেপ মেনে নেওয়া যায় না। কিম বাহিনীর এই কাজে সমগ্র দক্ষিণ এশিয়া তথা জাপানের শান্তি ও নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে।