সংবাদদাতা,মালদহ : ‘‘বামেদের দেওয়া বেআইনি পাট্টায় দখল মরা মহানন্দা। আর তার খেসারত দিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে।’’ মরা মহানন্দায় পাট্টা দেওয়া নিয়ে বামেদের বিরুদ্ধে আক্রমণ শানালেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। কয়েক দশক ধরে দখল হতে হতে এখন পুরোটাই দখল হয়েছে চাঁচলের মরা মহানন্দা। তৎকালীন বাম সরকার নদীর জলাশয়ের পাট্টা তুলে দেন মানুষের হাতে।
আরও পড়ুন-কুকুরের আক্রমণে হরিণের মৃত্যু
সেই পাট্টার ভিত্তিতে নদীরবুকে খুটিগেড়ে বসে রয়েছে ব্যবসায়ী থেকে শুরু করে আবাসিকরা বলে অভিযোগ। বর্ষা আসলেই জল নিকাশি নিয়ে পঞ্চায়েতকে দুষছেন এলাকাবাসী। বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েতের তরফে মরা মহানন্দা দখলমুক্ত করতে যাওয়া হলে ঘুরে আসতে হয়। দখলকারীরা দাবি করেন, তাদের পাট্টা রয়েছে,সপ্তাখানেক আগে দখলকারীদের মুখ থেকে শুনে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে এভাবেই ঘুরে আসতে হয়। এবার কীভাবে হাল ফেরানো যায় তার চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।