সুমন করাতি , হুগলি: পুলিশের উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া স্কুলে গড়ে উঠল গরিব ছেলেমেয়েদের জন্য কোচিং সেন্টার ‘স্পর্শ’। ১২ বছরেরও বেশি সময় বন্ধ অবস্থায় পড়ে ছিল ডানকুনি গোবরডাঙা জুনিয়র হাইস্কুল। দীর্ঘদিন বন্ধ থাকার দরুন নানারকম অসামাজিক কাজকর্ম চলত সেখানে বলে এলাকাবাসীর অভিযোগ। এই খবর ডানকুনি থানার আইসি তাপস সিনহার কাছে পৌঁছনোমাত্র তিনি গ্রামবাসীর সঙ্গে বৈঠকে বসেন এবং তাঁদের প্রস্তাব দেন স্কুলটা নতুন করে চালু করতে হবে এবং তার জন্য সরকারি অনুমোদন না পাওয়া অবধি সেখানে প্রশাসন অবৈতনিক কোচিং সেন্টার চালু করবে।
আরও পড়ুন-দিলীপ বনাম শুভেন্দু
এলাকার পিছিয়ে পড়া ও অসহায় মানুষজন তাঁদের ছেলেমেয়েরা এই অবৈতনিক কোচিং সেন্টারে পড়াশোনা করতে পারবে। বই-খাতাও প্রশাসন দেবে। এই আলোচনার পর তাপসবাবু যোগাযোগ করেন চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষের সঙ্গে। চন্দননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে পুরো বিষয়টা নিয়ে আলোচনা হয়। তারপরই স্কুলবাড়িতে নীল-সাদা রং করে পুরনো সব কিছু ফেলে নতুন করে স্কুলকে সাজিয়ে তোলা হয়। বেশ কিছু গুণী মানুষ এগিয়ে আসেন পাশে। আইসি হাল ধরায় এবং তাঁদের অবদানে বিদ্যালয়টিতে কোচিং সেন্টার শুরু করা সম্ভব হয়।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীই ফের ত্রাতা ইস্টবেঙ্গলে নতুন লগ্নিকারী ইমামি
মঙ্গলবার চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করার পর স্কুলের নতুন কোচিং সেন্টারের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলার পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, ডানকুনির পুরপ্রধান হাসিনা শবনম-সহ বিশিষ্ট মানুষজন। পূর্ত কর্মাধ্যক্ষ বলেন, এই কাজ পুলিশের এক অভাবনীয় উদ্যোগ। স্কুলটি যাতে নতুন করে চালু করা যায় সে জন্য বিভিন্ন সরকারি জানানো হয়েছে।