প্রতিবেদন : এবার আতঙ্ক ছড়াচ্ছে পোলিও ভাইরাস। আফ্রিকা মহাদেশের অন্তর্গত মোজাম্বিকে সম্প্রতি এক শিশুর শরীরে মিলেছে ওয়াইল্ড পোলিওভাইরাস টাইপ ওয়ান। ১৯৯২ সালের পর এই প্রথম পোলিওর হদিশ মিলল সে দেশে। গোটা আফ্রিকার দক্ষিণ অংশে ২০২২ সালেই এই নিয়ে দ্বিতীয় আক্রান্তের হদিশ মিলল। এ বছরের শুরুতে পূর্ব আফ্রিকার মালাবিতে মহামারীর আকার ধারণ করে পোলিও।
অতিমারির চোখরাঙানি কমতেই বিশ্বজুড়ে থাবা বসিয়েছে মাঙ্কিপক্স। ইউরোপের একাধিক দেশ ছাড়াও সংক্রমণের নজির মিলেছে আমেরিকা ও কানাডাতেও। ইতিমধ্যেই এনিয়ে সতর্কবার্তা জারি করেছে হু। সংক্রমণ নিয়ে শুরু হয়েছে গবেষণা।
আরও পড়ুন-ফের নির্বিচারে খুনের অভিযোগ
বেশ কয়েক দশক জুড়ে পোলিও দূরীকরণের জন্য জোরদার ভাবে কাজ করে চলেছে রাষ্ট্রপুঞ্জ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং বিভিন্ন দেশের সরকার। একদিকে যেমন জোর দেওয়া হয়েছে পরিবেশ এবং সচেতনতায়, তার সঙ্গে শিশুদের পোলিও টিকা বাধ্যতামূলক ভাবে খাওয়ানোর দিকেও নজর দেওয়া হয়েছে সব রাষ্ট্রের তরফে। ভারতের মতো দেশ পোলিও দূরীকরণে সফল হয়ে বাকি অনেক দেশের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়েছে। তবে আফ্রিকার মালাউই দেশে গত পাঁচ বছরে প্রথমবার পোলিও আক্রান্তের খবরে চিন্তায় পড়েছে স্বাস্থ্যমহল। স্বস্তির কথা, হু এখনই একে মহামারী হিসাবে ভাবছে না। ওই এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় দেখা হচ্ছে কোনওভাবেই যেন পোলিও ভাইরাস ছড়াতে না পারে।