ইনিই এখন দেশের সবচেয়ে দামি চাকুরে

গোটা বিশ্বের নিরিখে তৃতীয় দামি কোম্পানি ইনফোসিস৷ সংস্থার বিকাশের জন্য সলিল পারেখের অবদান জরুরি ও অনস্বীকার্য।

Must read

প্রতিবেদন : বেশি নয়, নারায়ণমূর্তি প্রতিষ্ঠিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের চিফ এগজিকিউটিভ অফিসারের বেতন বাড়ল একধাপে মাত্র ৮৮ শতাংশ! যার নিট ফল, বছরে তাঁর পারিশ্রমিক এখন দাঁড়াল ৭৯ কোটি টাকা। এই বিরাট বৃদ্ধির আগে ইনফোসিসের সিইও সলিল পারেখের বার্ষিক বেতন ছিল ৪২ কোটি টাকা। বাণিজ্যিক মহলের অভিমত, সাম্প্রতিক অতীতের প্রায় সব রেকর্ডই ভেঙে দিয়েছে পারেখের এই ইনক্রিমেন্ট। বিস্মিত ইনফোসিসের কর্মীরাও। জানা যাচ্ছে, ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত এখন ২ জুলাই সংস্থার সব অংশীদারের অনুমোদনের জন্য পেশ করা হবে। সিদ্ধান্তে সিলমোহর পড়লে তবেই পারেখের সঙ্গে ম্যানেজমেন্টের নতুন এই বেতনচুক্তি কার্যকর হবে। তবে তথ্যাভিজ্ঞ মহের অভিমত, অনুমোদনের বিষয়টা নেহাতই আনুষ্ঠানিকতা। সামগ্রিকতার বিচারে ধরে নেওয়া যেতেই পারে, এই মুহূর্তে ভারতের সবচেয়ে দামি চাকরিজীবী সলিল পারেখ!

আরও পড়ুন-পোলিও আক্রান্তের খোঁজ, উদ্বেগ

জানা যাচ্ছে, পুরো বেতনই কিন্তু সেই অর্থে হাতে পাবেন না সলিল। কারণ, তাঁর বেতনের সিংহভাগ অংশই আসলে ইনফোসিসের শেয়ার! যার বাজারদরই প্রায় ৭০ কোটি টাকা বা তার বেশি। পাঁচ কোটি টাকার মতো তাঁর ফিক্সড বেতন। বাকিটা শেয়ার আর পারফরম্যান্স নির্ভর ইনসেন্টিভ। বলা হচ্ছে, তথ্যপ্রযুক্তি দুনিয়ায় ক্রমশ নিজের অবস্থান পাকাপোক্ত করছে ইনফোসিস। গোটা বিশ্বের নিরিখে তৃতীয় দামি কোম্পানি ইনফোসিস৷ সংস্থার বিকাশের জন্য সলিল পারেখের অবদান জরুরি ও অনস্বীকার্য।

Latest article