ফের নির্বিচারে খুনের অভিযোগ

বিশ্বজোড়া সমালোচনার মুখেও নির্বিকার ভ্লাদিমির পুতিন৷

Must read

প্রতিবেদন : বিশ্বজোড়া সমালোচনার মুখেও নির্বিকার ভ্লাদিমির পুতিন৷ ইউক্রেনে নির্বিচারে গণহত্যার নীতি নিয়েছে রুশ সেনা৷ এর আগে বুচা, মারিউপোলে অসা​মরিক নাগরিকদের হত্যার নমুনা দেখে শিউরে উঠেছে দুনিয়া৷ সাজানো গোছানো শহরগুলি ধ্বংসস্তূপ আর গণকবরে পরিণত৷ অনায়াসে ইউক্রেন দখল করার রুশ–দম্ভ ধাক্কা খেয়েছে বলেই যেন আরও নির্মম পুতিনের দেশ৷ ইউক্রেনে সাধারণ নাগরিকদের গণহত্যার অভিযোগে এবার আলোচনায় সিভেরোডনেৎস্ক৷ পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের মেয়র আলেকজান্ডার স্টাইউক জানিয়েছেন, দেড় হাজারেরও বেশি অসামরিক নাগরিককে খুন করেছে রুশ বাহিনী৷

আরও পড়ুন-বিবিসি ছাঁটাই

ধারাবাহিক গোলা ও ​ ক্ষেপণাস্ত্র বর্ষণে শহরের সিংহভাগই মাটিতে মিশে গিয়েছে৷ এখনও আটকে কয়েক হাজার নাগরিক৷ মরিয়া পুতিন–বাহিনী এই অবরুদ্ধ ইউক্রেনবাসীকে খুন করতে পারে এমন আশঙ্কায় সে দেশের সরকার৷ প্রেসিডেন্ট ​ভলোদিমির জেলেনস্কি পশ্চিমি দুনিয়ার কাছে আর্জি জানিয়েছেন আরও অত্যাধুনিক অস্ত্র পাঠানোর৷ তিনি বলেছেন, খারকিভ এবং ডনবাস অঞ্চলে রুশ সেনার তাণ্ডব চলেছে৷ ইউক্রেন ভবিষ্যতেও স্বাধীন থাকবে৷ কিন্তু তার জন্য আর কত মূল্য দিতে আমাদের, সেটাই বড় প্রশ্ন৷

Latest article