বিবিসি ছাঁটাই

বিশ্ব জুড়ে নামডাক তাদের।

Must read

বিশ্ব জুড়ে নামডাক তাদের। সেই ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি এক হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করতে চলেছে। ব্রিটিশ সরকারের আর্থিক সহায়তা পায় এই সংবাদ সংস্থাটি। বিবিসি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথাগত সম্প্রচার বন্ধ করে ধাপে ধাপে তারা সম্পূর্ণ ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবেই কাজ করতে ইচ্ছুক। কারণ, সময়ের সঙ্গে না-বদলাতে পারলে উন্নতি করা সম্ভব নয়। এই লক্ষ্যেই বিবিসির ঘোষণা, তারা এবার হয়ে উঠবে ডিজিটাল ফার্স্ট পাবলিক সার্ভিস মিডিয়া অর্গানাইজেশন। তাই প্রথাগত সম্প্রচারের সঙ্গে যুক্ত কর্মীদের ছাঁটাই করা হবে।

আরও পড়ুন-পদ্মাসেতুর স্বপ্নপূরণ

আর্থিক সঙ্কট মোকাবিলা করাও অবশ্য এই গণছাঁটাইয়ের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। কারণ, এই ছাঁটাইয়ের ফলে বছরে প্রায় ৪০ কোটি পাউন্ড বা প্রায় ৩, ৯২০ কোটি টাকা সাশ্রয় হবে সংস্থার। বিবিসি জানিয়েছে, পাঠক যেমন খবর চায়, তেমন খবর পরিবেশন করা হবে। বিশ্বের বিভিন্ন ভাষার পরিষেবা একটিই অভিন্ন ও একক ডিজিটাল ওয়াল্ড সার্ভিসে পরিণত করায় শিশুদের চ্যানেল সিবিবিসি, বিবিসি ফোর এবং রেডিও ফোর এক্সট্রার মতো চ্যানেলগুলোর প্রথাগত সম্প্রচার বন্ধ হয়ে যাবে।

Latest article