পদ্মাসেতুর স্বপ্নপূরণ

ব্রিজের তলা দিয়ে পাঁচতলা সমান জাহাজেরও যাতায়াতে অসুবিধা হওয়ার কথা নয়। পদ্মা সেতুকে জলের মধ্যে ধরে রাখবে ৪০টি পিলার।

Must read

দশ বছর ধরে তিলতিল করে স্বপ্ন গড়ছে বাংলাদেশ। যে স্বপ্ন ঢাকাকে এনে দিচ্ছে এক্কেবারে কলকাতার কাছেই। পদ্মার উপর বিশাল সেতু গড়ে উঠছে। কাজ প্রায় শেষ। আশা, জুনের শেষবেলায় চালু হয়ে যাবে ব্রিজ। আর যানচলাচল শুরু হয়ে গেলেই কলকাতা থেকে ঢাকার দূরত্ব একলাফে ১৫০ কিমি কমে যাবে! এখন যে দূরত্ব প্রায় ৪০০ কিমি। এই পদ্মাসেতুর রেললাইন ধরে ঢাকা পৌঁছতে হলে আপনাকে কলকাতা থেকে বনগাঁ জংশন হয়ে হরিদাসপুর সীমান্ত দিয়ে বেনিয়াপোল, যশোর, নড়াইল, ফরিদপুর পেরিয়ে ২৫১ কিলোমিটার পথ যেতে হবে।

আরও পড়ুন-ওয়ান নেশন ওয়ান পুলিশ কেন্দ্রের ফের নতুন চক্রান্ত, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত

দশ বছর ধরে ১০ কিমি দীর্ঘ এই সেতু বানাতে খরচ হয়েছে প্রায় ১০ হাজার কোটি বাংলাদেশি টাকা। অর্থনীতিকদের অভিমত, এই সেতু চালু হলে বাংলাদেশের জিডিপি একধাক্কায় ১.২ শতাংশ বেড়ে যেতে পারে। সেতুটি দোতলা। একতলায় অর্থাৎ, নদীর কাছাকাছি চলবে ট্রেন। সামান্য উপরে চার লেনের চওড়া রাস্তায় চলবে গাড়ি। ব্রিজের তলা দিয়ে পাঁচতলা সমান জাহাজেরও যাতায়াতে অসুবিধা হওয়ার কথা নয়। পদ্মা সেতুকে জলের মধ্যে ধরে রাখবে ৪০টি পিলার।

Latest article