সংবাদদাতা, ভগবানপুর : সরকারি জমি বেদখল করে ভরাটের অভিযোগ উঠেছে এক বিজেপি নেতার বিরুদ্ধে, ভগবানপুর ১ ব্লকের গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায়। গোপীনাথপুর মৌজার ৩৪১৪২৪ এর ০.১৭ একর জমি বিজেপি নেতা অনুপকুমার সাহু দখল করেছেন বলে গ্রামবাসীদের অভিযোগ। অনুপ বিজেপির ভগবানপুর-১ দক্ষিণ মণ্ডলের সদস্য। ব্লক ভূমিসংস্কার দফতর সূত্রে জানা গিয়েছে, ওই জমি ১ নং খতিয়ানের খাসজমি। বহু বছর আগে প্রভাত জানাকে পাট্টা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন-সাঁওতালি ভাষায় বার্তা আসুন নেত্রীর সভায়
অভিযোগ, পাট্টাদার প্রভাত মারা যাওয়ার পর বেদখল করেছেন অনুপ। ওই জায়গায় টিনের চালাঘর বানিয়ে বসবাসও করছেন। গ্রামবাসী লিখিত অভিযোগ করেছেন ব্লক ভূমি সংস্কার দফতর এবং গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েতে। জমি দখলমুক্ত করে অবিলম্বে সেখানে প্রস্তাবিত অঙ্গনওয়াড়ি ও স্বাস্থ্যকেন্দ্র তৈরির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। এ নিয়ে ভূমি ও ভূমিসংস্কার দফতরের সঙ্গে কথা বলে দ্রুত ওই জমি দখলমুক্ত করতে চেষ্টা করবেন বলে জানিয়েছেন বিডিও বিশ্বজিৎ মণ্ডল। সরকারি জমির বেআইনি দখলের অভিযোগ মানতে চাননি বিজেপি নেতা অনুপকুমার সাহু। বলেন, ‘পাট্টাদার প্রভাত জানার সঙ্গে আমার ভাল সম্পর্ক ছিল। মারা যাওয়ার আগে আমাকে ওই জায়গার দেখাশোনার দায়িত্ব দিয়ে যান।’ পঞ্চায়েত প্রধান তপন প্রধান বলেন, ‘জমির পাট্টাদার মারা যাওয়ার পর সেখানে অঙ্গনওয়াড়ি ও স্বাস্থ্যকেন্দ্র তৈরির পরিকল্পনা হয়েছিল। তার প্রস্তুতিও শুরু হয়। তা জানার পর ওই নেতা রাতারাতি দখল নিয়ে ভরাট করেছেন।’