সংবাদদাতা, পুরুলিয়া : ঝালদার (Jhalda) কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের পর তাঁর ওয়ার্ডে (২নং) উপনির্বাচন হবে ২৬ জুন। কংগ্রেস ইতিমধ্যেই তাদের প্রার্থী করেছে তপনের ভাইপো মিঠুন কান্দুকে। তৃণমূল এই মুহূর্তে ভোট-রাজনীতি নয়, জোর দিচ্ছে উন্নয়নে। মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফর উপলক্ষে ঝালদায় আয়োজিত প্রস্তুতিসভায় এমনই বার্তা দিল জেলা তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন-কিশোরের রহস্যমৃত্যু অভিযুক্ত খোদ বাবা
সভায় মন্ত্রী সন্ধ্যারানি টুডু বলেন, ‘মুখ্যমন্ত্রী জেলায় আসছেন উন্নয়নের কাজে গতি আনতে। জেলার উন্নয়ন আমাদের কাছে প্রাথমিক গুরুত্ব।’ সন্ধ্যারানি আরও বলেন, ‘ঝালদায় কাউন্সিলর খুনের ঘটনা দুঃখজনক। আমরা চাই দোষীরা শাস্তি পাক। কিন্তু এই মুহূর্তে দরকার মুখ্যমন্ত্রীর বার্তা শোনা।’ ঝালদায় প্রত্যন্ত এলাকার সরকারি প্রকল্পগুলি রূপায়ণে সকলকে সক্রিয় হতে অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন-বালিগঞ্জে উচ্ছেদ নিয়ে বিক্ষোভ
বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতো বলেন, ‘ঝালদার মানুষ দীর্ঘদিন পানীয় জলের সমস্যায় ভুগছেন। রাজ্য সরকার এই সমস্যা সমাধানে সুবর্ণরেখা জলপ্রকল্পের কাজ শুরু করবে পুরসভার মাধ্যমে। আরও বহু কাজ রয়েছে। সেগুলি করতে হবে।’ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়ার বলেন, ‘একটি এলাকায় দলের সকল কর্মী একজোট থাকলে উন্নয়ন দ্রুত হয়। প্রতিটি প্রকল্প ঠিকভাবে রূপায়ণে কর্মীদের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে। ভোট একটি আবশ্যিক প্রক্রিয়া। মুখ্যমন্ত্রীর সফরের পর প্রার্থী চূড়ান্ত করা হবে।’