বালিগঞ্জে উচ্ছেদ নিয়ে বিক্ষোভ

শনিবার সাতসকালেই রেল পুলিশের উচ্ছেদ অভিযান শুরু হয় বালিগঞ্জ স্টেশন এলাকায়। স্থানীয়রা দাবি করছেন, বিগত ৭০ বছর ধরে এখানে তাঁদের বসবাস।

Must read

প্রতিবেদন : উত্তপ্ত বালিগঞ্জ। জমি দখলের বিরুদ্ধে রেল পুলিশের অভিযান ঘিরে উত্তেজনা বালিগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাইডিংয়ের পাশেই রেলের জমি জবরদখল করে রেখেছেন কিছু মানুষ। উল্টোদিকে স্থানীয়রা জানিয়েছেন, তাঁদের কাছে বৈধ কাগজপত্র আছে। দু’পক্ষের বাদানুবাদের জেরে উত্তপ্ত এলাকা।

আরও পড়ুন-শাবককে মাটিচাপা দিয়ে পাশে মা, চোখে জল

শনিবার সাতসকালেই রেল পুলিশের উচ্ছেদ অভিযান শুরু হয় বালিগঞ্জ স্টেশন এলাকায়। স্থানীয়রা দাবি করছেন, বিগত ৭০ বছর ধরে এখানে তাঁদের বসবাস। তাঁদের অভিযোগ, এত বছর ধরে এই দোকান এবং বাড়িগুলি এই ভাবেই রয়েছে। প্রথম যখন তৈরি হয়েছিল তখন রেল কর্তৃপক্ষ কোনওরকম বাধা দেয়নি। তবে আজ এত বছর পর উচ্ছেদ করার প্রশ্ন উঠছে কেন? তাই রেলপুলিশকে উচ্ছেদ অভিযানে বাধা দেন তাঁরা।

Latest article