আমেদাবাদ, ৩০ মে : আইপিএলে প্রথমবার অধিনায়কত্ব করার সুযোগ পেয়েই গুজরাট টাইটানসকে চ্যাম্পিয়ন করেছেন। গোটা টুর্নামেন্টে হার্দিক পান্ডিয়ার ঠান্ডা মাথার নেতৃত্ব যেমন সবার প্রশংসা আদায় করে নিয়েছে, তেমনই অলরাউন্ডারের ভূমিকাতেও দারুণ সফল তিনি। রেকর্ড বই বলছে, এবারের আইপিএলে ১৫ ম্যাচে ব্যাটে ৪৮৭ রান করার পাশাপাশি বল হাতে ৮ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন-জন্মদিনে ডালমিয়া স্মরণ
তবে কোটিপতি লিগ শেষ হওয়ার পর হার্দিকের ফোকাস এবার জাতীয় দলে। সামনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০। তবে তাঁর আসল লক্ষ্য টি-২০ বিশ্বকাপ জয়, সেটা গোপন করছেন না ২৮ বছর বয়সি ভারতীয় অলরাউন্ডার। হার্দিকের সাফ কথা, ‘‘পরিস্থিতি যাই হোক না কেন, ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চাই। এটাই আমার লক্ষ্য।’’
আরও পড়ুন-সব ম্যাচই শেষ ম্যাচ ভেবে খেলছি, জকো-দ্বৈরথের আগে নাদাল
চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। আত্মবিশ্বাসী হার্দিক বলছেন, ‘‘বিশ্বকাপ জেতার জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেব। আমার কাছে টিমের স্বার্থ সবার আগে। তাই আমার লক্ষ্যটা খুব সহজ, মাঠে নেমে দলের জন্য নিজের সেরাটা দাও।’’ সাদা বলের ফরম্যাটে জাতীয় দলে ফিরলেও, ইংল্যান্ডগামী টেস্ট দলে জায়গা হয়নি হার্দিকের। তবে এ নিয়ে কোনও হতাশা নেই তাঁর। বরং বলছেন, ‘‘দেশের প্রতিনিধিত্ব করাটাই আমার কাছে সবচেয়ে বড় সম্মানের বিষয়। সেটা সীমিত ওভারের ফরম্যাটে হোক বা টেস্ট ক্রিকেট। আবারও বলছি, পরিস্থিতি যাই হোক না কেন, দেশের জার্সিতে বিশ্বকাপ জিততে চাই।’’
আরও পড়ুন-হাই মাদ্রাসায় রাজ্যে প্রথম সারিফা খাতুন
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এবার গুজরাট ফ্র্যাঞ্চাইজির হয়ে আরও একবার। হার্দিক বলছেন, ‘‘এবারের জয় আমার কাছে স্পেশ্যাল। কারণ এবার আমি কাপ জিতেছি অধিনায়ক হিসেবে। আমি ভাগ্যবান যে, পাঁচবার আইপিএল ফাইনাল খেলে প্রত্যেকবারই চ্যাম্পিয়ন হলাম।’’