সংবাদদাতা, কোচবিহার : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুর্নীতিতে কড়া হয়েছে প্রশাসন। কোনওরকম অনিয়ম, বেনিয়ম বরদাস্ত করা হচ্ছে না। মাফিয়ারাজ দমনে জোরকদমে চলছে অভিযান। এবার অনিয়ম নিয়ে কড়া হল পুরসভা। নিয়মবহির্ভূত লিজ বাতিলের সিদ্ধান্ত নিল কোচবিহার পুরসভা।
আরও পড়ুন-আসন সমঝোতার নামে বাম-কং জোট
পুরসভার অনুমোদন ছাড়া কোনওরকম হোর্ডিং দেওয়া যাবে না, পাশাপাশি পার্কিং জোন, নিয়ম বহির্ভূত জমির লিজ ইত্যাদির বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপের কথা জানালেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। সোমবার বোর্ড মিটিং শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। পুরসভার কনফারেন্স রুমে এই বোর্ড মিটিংয়ে ছিলেন চেয়ারম্যান, প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলর এবং আধিকারিকরা। চেয়ারম্যান বলেন, ‘‘আবাসন, বাজারের জায়গা-জমি, ছাদ লিজ দেওয়া হয়েছিল কিন্তু তা পুরসভার অনুমোদন ছাড়াই। কোনও অর্ডারও নেই, কোনও রেজিস্ট্রেশনও হয়নি। এইরকম একাধিক অভিযোগ জমা পড়েছে সংশ্লিষ্ট দফতরে। এই কারণেই নেওয়া হল কড়া পদক্ষেপ।’’