শারিফার স্বপ্নপূরণে পাশে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যে প্রথম স্থানাধিকারী শারিফা খাতুনের বাড়িতে গেলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

Must read

সংবাদদাতা, মালদহ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যে প্রথম স্থানাধিকারী শারিফা খাতুনের বাড়িতে গেলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ছিলেন বিধায়ক আবদুর রহিম বক্সি, সমর মুখোপাধ্যায় প্রমুখ। কৃতী ছাত্রীকে দেওয়া হয় সংবর্ধনা। নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে এই মেধাবী ছাত্রী। তার স্বপ্নপূরণের জন্য রাজ্য সরকার পাশে আছে।

আরও পড়ুন-চলবে না অনিয়ম, কড়া হল পুরসভা

সবরকম সাহায্য করা হবে এই ছাত্রীকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পরিবারের কাছে পৌঁছে দেন মন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে খুশি শারিফা ও তার পরিবার। শারিফার বাবা উজির হোসেন চোখের জল মুছতে মুছতে বলেন, ‘‘মেয়ের সাফল্যের পর সারারাত ঘুম হয়নি। ভেবেছিলাম কীভাবে মেয়ের স্বপ্নপূরণ করব? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আর চিন্তা নেই। মেয়ে চিকিৎসক হলে সমাজের সেবা করবে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর ভাষা নেই।’’

Latest article