সিআইডির জালে ২১

বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছিল পুলিশ। কিন্তু সিআইডি এই চক্র ধরার পর তদন্ত করে দেখছে অন্য রাজ্যের সঙ্গে এদের যোগাযোগ রয়েছে কি না

Must read

প্রতিবেদন : আইপিএলে বেটিং চক্রের পর্দা ফাঁস করল সিআইডি। গত কয়েকদিন ধরে কলকাতা এবং বিভিন্ন জেলায় অভিযান চালায় সিআইডি। এরপর মোট ২১ জনকে এই বেটিং চক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
সিআইডির একটি সূত্র জানাচ্ছে, মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর ২৪ পরগনার মোট ১৯ জনকে গ্রেফতার করে গোয়েন্দারা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের দুই মাস্টারমাইন্ড দীপক হাজরা ও দিলীপ সাউকে গ্রেফতার করা হয়। এর মধ্যে প্রথমজনকে গ্রেফতার করা হয় কলকাতার মানিকতলা থেকে। অপরজনকে বারাসত থেকে। কলকাতা থেকেই এরা দেশ জুড়ে বেটিং চক্র চালাত।

আরও পড়ুন-শারিফার স্বপ্নপূরণে পাশে মুখ্যমন্ত্রী

এই গ্রেফতারের সময় পুলিশ একাধিক ল্যাবটপ, কম্পিউটার এবং প্রচুর মোবাইল ফোন উদ্ধার করেছে। এই বেটিং চক্র চালানোর পিছনে আর কারা যুক্ত তা নিয়ে তদন্ত করছে সিআইডি।
অভিযোগ, ক্রিকেট বেটিং নিয়ে অতীতে মুম্বই, নাগপুর, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লির যোগাযোগ পাওয়া গিয়েছিল। বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছিল পুলিশ। কিন্তু সিআইডি এই চক্র ধরার পর তদন্ত করে দেখছে অন্য রাজ্যের সঙ্গে এদের যোগাযোগ রয়েছে কি না।

Latest article