অনলাইনে প্রতারণা, ধৃত ১ উদ্ধার দু’হাজার সিমকার্ড

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদা,  মুর্শিদাবাদ সহ রাজ্যের কয়েকটি জেলায় অনলাইনে জালিয়াতি প্রতারণা চক্র গজিয়ে উঠেছে।

Must read

সংবাদদাতা, মালদহ : অনলাইনে আর্থিক প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মালদহ সাইবার ক্রাইম থানার পুলিশ। তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার হয়েছে। এছাড়াও ৫টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। মালদহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার সাউ বলেন, ইংরেজবাজার শহরের অভিরামপুর এলাকার বাসিন্দা অর্ঘ্য রায়চৌধুরীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৩ লক্ষ ৭৮ হাজার টাকা গায়েব হয়ে যায়। এরপর অর্ঘ্য রায়চৌধুরীর অভিযোগের ভিত্তিতে মালদহ সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত শুরু করে।

আরও পড়ুন-সিআইডির জালে ২১

মে মাসে আব্দুল আলিম নামে এক পান্ডাকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি এলাকায়। তার বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ২৫৭টি বিভিন্ন কোম্পানির মোবাইল সিম উদ্ধার করা হয়।  এই সিমগুলি ব্যবহার করে নানাভাবে সাধারণ গ্রাহকদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আর্থিক জালিয়াতি চালাচ্ছিল একটি চক্র। যার সঙ্গে এই আব্দুল আলিম জড়িত রয়েছে। ধৃতকে এর আগে সাতদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন-শারিফার স্বপ্নপূরণে পাশে মুখ্যমন্ত্রী

মঙ্গলবার আবার মালদহ আদালতের মাধ্যমে ধৃতকে পাঁচদিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদা,  মুর্শিদাবাদ সহ রাজ্যের কয়েকটি জেলায় অনলাইনে জালিয়াতি প্রতারণা চক্র গজিয়ে উঠেছে। বিভিন্ন মানুষের পরিচয়-পত্র জালিয়াতি করে বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করছে প্রতারকেরা। এই ঘটনার সঙ্গে একশ্রেণির মোবাইল সিম ডিস্ট্রিবিউটররা জড়িত রয়েছে।

Latest article