বেড অমিল জনস্বার্থ মামলা

হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত নথি না দেওয়ায় অভিযোগ প্রমাণ করা সম্ভব হচ্ছে না। ফলে সরকারও প্রমাণের অভাবে উপযুক্ত পদক্ষেপ করতে পারছে না।

Must read

প্রতিবেদন : বেড নেই। ফেরাচ্ছে হাসপাতাল। তাই স্বাস্থ্যসাথী নিয়ে জনস্বার্থ মামলা আদালতে। অভিযোগ, বেসরকারি হাসপাতাল ফিরিয়ে দিচ্ছে স্বাস্থ্যসাথী পরিষেবা নিতে যাওয়া রোগীকে। এমনটাই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারীর অভিযোগ, বেসরকারি হাসপাতাল থেকে মৌখিকভাবে বেড নেই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে রোগীদের।

আরও পড়ুন-অনলাইনে প্রতারণা, ধৃত ১ উদ্ধার দু’হাজার সিমকার্ড

হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত নথি না দেওয়ায় অভিযোগ প্রমাণ করা সম্ভব হচ্ছে না। ফলে সরকারও প্রমাণের অভাবে উপযুক্ত পদক্ষেপ করতে পারছে না। পাশাপাশি, হাসপাতালে স্বাস্থ্যসাথী ‘হেল্প ডেস্ক’ আছে ঠিকই। কিন্তু তার নিয়ন্ত্রণ হাসপাতালের হাতেই। ফলে কাকে জানানো হবে সমস্যার কথা? তা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে।

Latest article