রাশিয়া থেকে জলপথে বিভিন্ন দেশে বিপুল পরিমাণ তেল রফতানি করা হয়। এবার জাহাজে থাকা তেলের উপরেও নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়া থেকে রফতানি করা তেলের দুই-তৃতীয়াংশের উপর নিষেধাজ্ঞা চাপাতে সহমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারতীয় মুদ্রায় রাশিয়ার ৭৭ হাজার কোটি টাকা লোকসান হতে পারে।
আরও পড়ুন-সমীরকে বদলি
ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে রাশিয়াকে অন্য ক্রেতার সন্ধান করতে হবে। কারণ রাশিয়ার তেলের সিংহভাগ ইউরোপের বিভিন্ন দেশে সরবরাহ করা হয়। সেক্ষেত্রে রাশিয়া ভারত ও চিনকেই একমাত্র তেল বিক্রি করতে পারবে। কারণ এই দুই দেশেরই তেল পরিশোধন করার মতো উপযুক্ত পরিকাঠামো আছে। সেক্ষেত্রে ভারত আরও কম দামে রাশিয়ার কাছ থেকে তেল পেতে পারে।