নয়াদিল্লি : কোভিড বিধি (Covid Protocol) লঙ্ঘন করলে যাত্রীদের বিমান থেকে জোর করে নামিয়ে দেওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। একটি জনস্বার্থ মামলায় এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের (Delhi High Court) ভারপ্রাপ্ত মুখ্য বিচারপতি বিপিন সাংঘির নেতৃত্বাধীন বেঞ্চ। দিল্লি হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলার পর মাস্ক পরার ক্ষেত্রেও কঠোর অবস্থান নিয়েছে আদালত। দিল্লি হাইকোর্ট বিমানবন্দর এবং বিমানের যাত্রীদের ক্ষেত্রে কোভিড নিয়মগুলি কঠোরভাবে পালন করারও নির্দেশ দিয়েছে। যদিও ডিজিসিএর তরফে আদালতকে জানানো হয়েছে যে, মাস্ক অপসারণে শিথিলতা দেওয়া হয়েছে শুধুমাত্র খাবারের সময়। যদিও বাস্তব হল, এখন বহু যাত্রীই তা মানেন না। যাত্রার বেশিরভাগ সময়ে মাস্ক ছাড়াই থাকেন।
আরও পড়ুন: অসমে বিজেপির অপপ্রচারের পাল্টা
এদিকে দেশের কোভিড গ্রাফ কয়েকদিন ধরেই ফের ঊর্ধ্বমুখী। শুক্রবারের করোনা পরিসংখ্যানও যথেষ্ট চিন্তার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪১ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। মারণ ভাইরাসের কবল থেকে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৩৬৩ জন। আর এই আবহে বিমানবন্দর এবং উড়ানে যাত্রীরা যাতে বাধ্যতামূলকভাবে কোভিডবিধি মেনে চলেন, সে জন্য বিমান চলাচল নিয়ামক সংস্থা বা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন অর্থাৎ ডিজিসিএকে কঠোর হওয়ার পরামর্শ দিল দিল্লি হাইকোর্ট। আদালতের নির্দেশ, বিমানবন্দরের পাশাপাশি উড়ানেও যথাযথভাবে কোভিডবিধি পালন করতেই হবে। প্রয়োজন হলে বিধিভঙ্গকারীদের জোর করে বিমান থেকে নামিয়ে দেওয়া উচিত। এমনকী, কোভিডবিধি অমান্য করলে ওই যাত্রী যাতে আর বিমানে যাতায়াত করতে না পারেন সেজন্য নিময়ভঙ্গকারীদের ‘নো-ফ্লাই’ তালিকায় রাখারও নির্দেশ দিয়েছে আদালত। কোভিডবিধির কড়া প্রয়োগের উদ্দেশ্যে বিমান সংস্থার চালক, বিমানসেবিকা-সহ অন্যান্য কর্মীদের জন্য পৃথক বাধ্যতামূলক নির্দেশিকা জারি করার কথাও বলেছে আদালত।