জয়ের হ্যাটট্রিকে আনন্দ শীর্ষেই

Must read

স্টেভাঙ্গার : নরওয়ের চেস টুর্নামেন্টে বিশ্বনাথন আনন্দের (Viswanathan Anand) বিজয়রথ ছুটছে। ক্লাসিক্যাল বিভাগের তৃতীয় রাউন্ডে শুক্রবার আনন্দ হারালেন চিনের ওয়াং হাওকে। ৩৯ চালের পর ম্যাচ ড্র হওয়ার পর সাডেন ডেথ আরমাগেডনে হয় খেলার নিষ্পত্তি। সেখানে ৪৪ চালে চিনা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বাজিমাত করেন ৫২ বছরের ভারতীয় গ্র্যান্ডমাস্টার।

আরও পড়ুন: ব্যান করলে আমার জন্য বিপর্যয় হবে, ফের অবসরের ইঙ্গিত সুনীলের

জয়ের হ্যাটট্রিকের পর ক্ল্যাসিক্যাল বিভাগে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দের পয়েন্ট দাঁড়িয়েছে ৭.৫। শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। আমেরিকার ওয়েসলি সো রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর পয়েন্ট ৬। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস কার্লসেনের পয়েন্ট ৫.৫। এর আগে প্রতিযোগিতায় ফ্রান্সের ম্যাক্সিম ভেশিয়ার এবং বুলগেরিয়ার ভেসেলিন টোপালোভকে হারিয়েছেন আনন্দ (Viswanathan Anand)। এর আগে বৃহস্পতিবারই টোপালোভকে হারিয়ে বিশ্ব দাবার ক্রমতালিকায় ছ’ধাপ উঠে নবম স্থানে চলে আসেন আনন্দ। ৩২ মাস দাবার বিশ্ব র‍্যাঙ্কিংয়ে প্রথম দশের বাইরে ছিলেন কিংবদন্তি ভারতীয়। এখনও যে তাঁর ধার কমেনি, ৫২ বছর বয়সে প্রমাণ করে দিচ্ছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। চেন্নাইয়ে আসন্ন দাবা অলিম্পিয়াডের জন্য ভারতীয় দলের ‘মেন্টর’ হয়েছেন আনন্দ। তার আগে ভারতীয় তারকার ফর্ম নিঃসন্দেহে উৎসাহিত করবে ভারতীয় দাবাড়ুদের।

Latest article