অসমে বিজেপির অপপ্রচারের পাল্টা

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : মোদি জমানার আট বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে মুখ পুড়ল অসমের (Assam) হিমন্ত বিশ্বশর্মা সরকারের (Himanta Biswa Sarma Government)৷ সাধারণ মানুষের করের টাকায় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে সাফল্যের ঢাক পিটিয়েছিল রাজ্যের বিজেপি (BIP Government) সরকার৷ অথচ সেখানে যেসব তথ্য তুলে ধরা হয়েছে তার সঙ্গে বাস্তবের কোনও যোগ নেই৷ কেন্দ্রের সাফল্য প্রচারে অসম বিজেপির (Assam- BJP) এই মিথ্যাচারকে ফাঁস করল তৃণমূল কংগ্রেস৷ রাজ্য সভাপতি রিপুন বোরা প্রশ্ন তুললেন, মার্কেটিং গিমিক করে কী হবে? নিজেদের ব্যর্থতা ঢাকতে ঝাঁ চকচকে প্রচার কৌশল নিলেও মাথাপিছু আয় থেকে স্বাস্থ্য, নারী সুরক্ষা, আইনশৃঙ্খলা, অর্থনৈতিক অনুন্নয়ন, বেকারত্বের হার সব মানদণ্ডেই পিছিয়ে রয়েছে বিজেপিশাসিত অসম৷ একদিকে কেন্দ্রের জনবিরোধী নীতির চাপ, অন্যদিকে রাজ্য সরকারের অনুন্নয়ন, সব মিলিয়ে ডবল ইঞ্জিন সরকারের জনবিরোধী চাপে পিষ্ট আমজনতা৷

আরও পড়ুন: সংঘকেও মানছে না মোদির বিজেপি?

তৃণমূলের বক্তব্য, একাধিক ​ক্ষেত্রে আগের জমানার কাজকে নিজেদের বলে চালাচ্ছে এই সরকার৷ স্বাস্থ্য খাতে সাফল্যের যে দাবি তোলা হচ্ছে তা পুরোপুরি ভুয়ো৷ কয়েকটি মেডিক্যাল কলেজ তৈরি হলেও কার্যক্ষেত্রে শুধু কয়েকটি বিল্ডিং তৈরি হয়েছে৷ কর্মী, শিক্ষক, চিকিৎসক এমনকী প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই মেডিক্যাল কলেজগুলিতে৷ অসমের গ্রামীণ হাসপাতালগুলি ধুঁকছে৷ বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে কাজ চালানো হচ্ছে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসক দিয়ে৷ রাজ্যে রেলের বেশিরভাগ প্রোজেক্ট অসম্পূর্ণ৷ বেকারত্ব ঊর্ধ্বমুখী এবং মাথাপিছু আয় ক্রমশ কমছে৷ সরকার মূল কাজের চেয়ে বেশি খরচ করছে বিজ্ঞাপনী প্রচার ও মিথ্যাচারে৷

Latest article