লন্ডন : ভবিষ্যতে টেস্ট ম্যাচের সংখ্যা কমতে পারে, এমন আশঙ্কার কথা শুনিয়ে দিলেন আইসিসি (ICC) চেয়ারম্যান গ্রেগ বার্কলে। আগামী বছরের জন্য ফিউচার ট্যুর প্রোগ্রাম তৈরি করবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তার আগে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান আইসিসি। ২০২০ সালের নভেম্বরে আইসিসি (ICC) চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন বার্কলে। তার পর থেকে তিনি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন পরের মরশুমের আন্তর্জাতিক সূচি বানাতে গিয়ে। বার্কলে বলেছেন, ‘‘প্রতি বছরই ছেলে ও মেয়েদের দ্বিপাক্ষিক সিরিজ বা টুর্নামেন্ট হয়। কিন্তু ঘরোয়া টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগের জনপ্রিয়তায় দ্বিপাক্ষিক সিরিজের সূচি তৈরিতে সমস্যা হয়। তার মধ্যেই চেষ্টা করা হচ্ছে ফিউচার ট্যুর প্রোগ্রামে সব কিছু রাখা। আগামী ১০-১৫ বছরেও টেস্ট ম্যাচ খেলার অন্যতম অঙ্গ থাকবে। তবে সংখ্যাটা কমতে পারে।’’
আরও পড়ুন: পা পেলে আমি হারতেও রাজি, বললেন নাদাল
আইসিসি প্রধান অবশ্য এটাও বলে দিলেন, বিশ্ব ক্রিকেটের বিগ থ্রি ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সমস্যায় পড়বে না। কারণ, এই তিনটি দেশ দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের সূচিতে মানিয়ে নিতে পারবে। কিন্তু বিগ থ্রি-র বাইরে বেশ কিছু দেশ পর্যাপ্ত টেস্ট ম্যাচ খেলার সুযোগ পায় না। মেয়েদের টেস্টের সংখ্যাও বাড়াতে আগ্রহী আইসিসি।