প্রতিবেদন : আবারও সমস্যার মুখে পড়লেন ব্যান্ডেল শাখার নিত্যযাত্রীরা। তিনদিন ধরে নতুন লাইন বাসানাে এবং ইন্টারলকিং ব্যবস্থার চালুর জন্য ৭২ ঘণ্টা ধরে ব্যান্ডেল শাখার নিত্যযাত্রীদের ভোগান্তি হয়েছে। সেই ভোগান্তির রেশ কাটতে না কাটতেই শনিবার থেকে আবার ভোগান্তি। এবার টানা একমাস। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নতুন ইন্টারলকিং সিস্টেম চালু করতে কাজ শুরু হয়েছে। এরজন্য বেশ কয়েক জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। এমনকী ব্যান্ডেল থেকে কাটোয়া লাইনেও বাতিল করা হবে ট্রেন। সব মিলিয়ে বর্ধমান মেন লাইনের যাত্রীদের দুর্ভোগের পর দুর্ভোগ। শনিবার থেকেই ১০ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
আরও পড়ুন-২২ বছর পর হল তৃণমূল কার্যালয়
আগামী ৪ জুলাই পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে। এ-ছাড়া ব্যান্ডেল থেকে কাটোয়া ও বর্ধমানের দিকে যাওয়া একাধিক ট্রেনও বাতিল করা হয়েছে। পূর্ব রেলের জনসংযোগ দফতরের তরফে জানানো হয়েছে, ব্যান্ডেলে অত্যাধুনিক ইন্টারলকিং সিস্টেম চালু হচ্ছে। এজন্য কিছু কাজ আছে। তাই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। জনসংযোগ তরফে জানানো হয়েছে, যাত্রীদের স্বার্থে খুব কমই ট্রেন বাতিল করা হয়েছে। প্রশ্ন উঠেছে, এই ঘোষণা আগে কেন করা হয়নি? কারণ গত সপ্তাহে তিনদিন নিত্যযাত্রীদের ভুগতে হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পরিবহণ দফতর অতিরিক্ত বাস ও লঞ্চ চালিয়েছে। কিন্তু এবারের ধাক্কা টানা একমাস।
আরও পড়ুন-জলসংযোগ, বস্তি ও রাস্তাঘাট ঢেলে সাজিয়ে পুরভোটে জেতা লক্ষ্য
এরফলে নিত্যযাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। যাত্রীদের অভিযোগ, পূর্ব রেল প্যাসেঞ্জার সংগঠনের পরামর্শ ছাড়া এই সিদ্ধান্ত নিচ্ছে। ২৭ মে থেকে তিনদিন ধরে যে কাজ হল তখন কেন এইসব কাজ হয়নি। তাছাড়া ওইসময় এই সব ঘোষণাও করা হয়নি। স্বভাবতই ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। অভিযোগ উঠেছে, তিনদিন ধরে যে কাজ হয়েছে তার অনেকটাই সঠিকভাবে হয়নি। তাই নতুন করে ট্রেন বাতিল করে ওই কাজ হবে।