নয়াদিল্লি: সমালোচনার মুখে পড়ল এক সুগন্ধী ব্র্যান্ড ‘লেয়ার’-এর দুটি বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের মাধ্যমে গণধর্ষণের মতো বিকৃত অপরাধকে উৎসাহ দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন দিল্লির মহিলা কমিশনের (Delhi Commission For Women) চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে চিঠিতে তাঁর (Delhi Commission For Women) দাবি, এই সুগন্ধীর নতুন বডি স্প্রে ‘শট’-এর বিতর্কিত বিজ্ঞাপন অবিলম্বে স্থগিত করতে হবে। অভিযোগ খতিয়ে দেখে কেন্দ্রের নির্দেশ, ট্যুইটার, ইউটিউব-সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিতর্কিত বডি স্প্রের বিজ্ঞাপনটি সরিয়ে দিতে হবে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিতর্কিত ডিওডোরেন্ট বিজ্ঞাপনটি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ট্যুইটার এবং ইউটিউবকে চিঠি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রক বলেছে, এই পণ্যের ভিডিওগুলি শালীনতা এবং নৈতিকতার স্বার্থে মহিলাদের জন্য ক্ষতিকর এবং তা তথ্য প্রযুক্তি আইনের নির্দেশিকা লঙ্ঘন করেছে।
আরও পড়ুন: আত্মঘাতী একই পরিবারের ৫