অনলাইনে টিকিট বিক্রিতে উৎসাহ দিতে নতুন পদক্ষেপ করল ভারতীয় রেল। ফলে এবার বাড়ানো হল অনলাইনে টিকিট কাটার সর্বোচ্চ সীমা। নতুন ব্যবস্থায় এবার থেকে আইআরসিটিসির একটি আইডি থেকে টিকিট কাটার সীমা বাড়ল।
আরও পড়ুন-কেন্দ্রের গাফিলতিতে অবহেলায় বসু বিজ্ঞান মন্দির
নিয়মানুযায়ী এবার থেকে একটি ইউজার আইডি থেকে এক মাসে সর্বোচ্চ ১২টি টিকিট কাটতে পারবেন একজন গ্রাহক। আগে একটি ইউজার আইডি থেকে এক মাসে কাটা যেত সর্বোচ্চ ৬টি টিকিট। তাছাড়া আধার নম্বর লিঙ্ক করা থাকলে ওই আইডি থেকে এক মাসে সর্বোচ্চ ২৪টি টিকিটও কাটতে পারবেন গ্রাহক। আগে আধার নম্বর লিঙ্ক করা থাকলে মাসে সর্বোচ্চ ১২টি টিকিট কাটা যেত।