কেন্দ্রের গাফিলতিতে অবহেলায় বসু বিজ্ঞান মন্দির

আজ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে শ্যামনগর ২৬ নম্বর রেলগেট সংলগ্ন বিশাল জায়গা নিয়ে কেন্দ্রীয় সরকার অধিকৃত বসু বিজ্ঞান মন্দির

Must read

সংবাদদাতা, বারাকপুর : একদা জমজমাট ছিল। নানা ধরনের চাষের পাশাপাশি হত নানান গবেষণা। অথচ কেন্দ্রীয় সরকারের গাফিলতির কারণে আজ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে শ্যামনগর ২৬ নম্বর রেলগেট সংলগ্ন বিশাল জায়গা নিয়ে কেন্দ্রীয় সরকার অধিকৃত বসু বিজ্ঞান মন্দির। আগে এখানে ধান, পাট, মাছ চাষ হত। ধান চাষ নিয়ে গবেষণাও করা হত। এখন বসু বিজ্ঞান মন্দির বেহাল দশায় পরিণত। ভিতরে আগাছায় পূর্ণ।

আরও পড়ুন-হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট

অভিযোগ, ঠিকাদারেরা আগাছা পরিষ্কার করার জন্য জঙ্গলে আগুন লাগায়। সেই আগুন মুহূর্তের মধ্যে বসু বিজ্ঞান মন্দিরের ভেতরের চারিদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়ার কারণে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বহু মানুষের শ্বাসকষ্ট শুরু হয় বলে অভিযোগ স্থানীয় ৩০ নম্বর ওয়ার্ডের পুরপিতার। সংস্থার পক্ষ থেকে কোনও পদক্ষেপ না নেওয়াতে মানুষের স্বার্থে তৃণমূল কাউন্সিলর দমকলে খবর দেন। দমকলের দু’টি ইঞ্জিন এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুরপিতার দাবি, হয় কেন্দ্রীয় সরকার এই জায়গায় ফের গবেষণার ব্যবস্থা করুক। অথবা অন্য কোনও জনহিতকর প্রকল্প তৈরি করুক। নির্জনতার সুযোগ নিয়ে বহু অসামাজিক কাজকর্ম হয়। তাতে এলাকার মানুষ অতিষ্ঠ বলে অভিযোগ করেন পুরপিতা।

Latest article