কুণাল ঘোষ
যদি মুখ্যমন্ত্রী বদল হয়, তাহলে সরকার বদল নয় কেন? মুখ্যমন্ত্রী বদল করেই বিজেপি মেনে নিয়েছে ত্রিপুরায় সরকার পরিচালনায় তারা সম্পূর্ণ ব্যর্থ। তৃণমূল কংগ্রেসের অভিযোগের জবাব দিতে না পেরে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করছে। এভাবে অভিষেককে আটকে রাখা যাবে না। যতবার অভিষেকের বিরুদ্ধে চক্রান্ত হবে ততবার মানুষ আরও বেশি করে তাঁর পাশে থাকবেন। কোনও চক্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নত করেন না। মেরুদণ্ড সোজা রেখে রাজনৈতিক লড়াই করেন।
তৃণমূল যে যে অভিযোগ করেছিল, সেই অভিযোগকে এখানে মান্যতা দিয়েই বিপ্লব দেবকে সরাতে বাধ্য হয়েছে। প্রমাণিত হয়েছে তৃণমূল কংগ্রেসের বক্তব্যই সঠিক।
আরও পড়ুন-সারাদিন খুশির মেজাজে চিড়িয়াখানায় বুড়ি
সুস্মিতা দেব
আমাদের প্রতিটি কর্মীকে ধন্যবাদ জানাচ্ছি। যেভাবে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড-শো’কে ঐতিহাসিকভাবে সফল করলেন তাতে স্পষ্ট তৃণমূলের ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা। পুরভোটে আপনারা দেখেছেন, বিজেপির অপশাসনের বিরুদ্ধে একমাত্র রাস্তায় ছিল তৃণমূল। এবারও আমরা রাস্তায় থেকেই মানুষের কথা তুলে ধরছি, এই সরকারের ব্যর্থতা, অপশাসনের প্রতিবাদ করছি। মানুষের স্বার্থকে তুলে ধরে বিকল্প দিশা দেখাবে তৃণমূলই।
সুবল ভৌমিক
এই উপনির্বাচন একটি বার্তা দেবে ত্রিপুরাবাসীকে। যাঁর নেতৃত্বে লড়াই হচ্ছে, আমাদের সেই সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন। আমাদের প্রার্থীদের জয়ী করুন। আপনার কংগ্রেস-বাম-বিজেপিকে দেখে নিয়েছেন, এবার তৃণমূলকে পরখ করে দেখুন। যে হিংসা, অরাজকতা, আইনশৃঙ্খলার অবনতি ও অনুন্নয়ন চলছে, সেখান থেকে মুক্তির সূর্য দেখাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। বাংলার তৃণমূল সরকার যেভাবে মানুষের জন্য কাজ করে সেই সরকার হোক এখানেও৷
আরও পড়ুন-জগন্নাথদেবের ঐতিহ্যবাহী স্নানযাত্রায় ভক্তদের উন্মাদনা, দু’বছর পর মাতল মাহেশ
রাজীব বন্দ্যোপাধ্যায়
বিগ ফ্লপ দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়েছে বিজেপি। এমন ব্যর্থ, অপদার্থ, জঘন্য পার্টি ভারতবর্ষে একটিও নেই। আমি ত্রিপুরার মাটিতে ঘুরছি, মানুষের সঙ্গে কথা বলছি, বুঝতে পারছি মানুষের হৃদয়ে তৃণমূল। বাম-কংগ্রেস-বিজেপিকে দেখেছেন, এবার তৃণমূলের উন্নয়নের পক্ষে ভোট দিন। বাংলা উন্নয়নের জোয়ারে ভাসলে ত্রিপুরা নয় কেন? একবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের আশীর্বাদ করুন।
আরও পড়ুন-প্রচণ্ড মাথাব্যথা? হতে পারে ব্রেন টিউমার
পান্না দেব
ত্রিপুরার শান্তির জন্য, মা-বোনেদের সম্মান রক্ষার জন্য তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করছে। আমি আপনাদের ঘরের মেয়ে। আমাকে আশীর্বাদ করুন। আগরতলার মানুষ আমার পরিবার, আমার প্রাণ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন সেভাবে মানুষকে পরিষেবা দেব। নত মস্তকে প্রণাম জানাই ত্রিপুরাবাসীকে।
আরও পড়ুন-ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স, প্রোটিয়াদের ৪৮ রানে হারাল ভারত
সংহিতা বন্দ্যোপাধ্যায়
আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। বাংলার মতো সার্বিক উন্নয়ন আমরা চাই ত্রিপুরাতেও। তাই আপনারা আমাকে আশীর্বাদ করুন। তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করুন৷ যাতে ত্রিপুরাবাসীর আওয়াজ তুলে ধরতে পারি৷