দিল্লির বায়ুদূষণে ১০ বছর আয়ু কমছে মানুষের

রিপোর্ট অনুসারে, বর্তমান দূষণের মাত্রা অব্যাহত থাকলে পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত ৫০ কোটিরও বেশি মানুষ গড় আয়ু ৭.৬ বছর হারাতে পারে।

Must read

নয়াদিল্লি : পরিস্থিতি ভয়াবহ। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পাওয়া দিল্লি কমিয়ে দিচ্ছে মানুষের গড়পড়তা জীবনের মেয়াদ। উদ্বেগজনক তথ্য উঠে এল আন্তর্জাতিক রিপোর্টে।
শিকাগো ইউনিভার্সিটি অফ এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি)-এর সর্বশেষ বায়ুর গুণমান প্রভাবিত জীবনসূচক অনুসারে, দিল্লি হল বিশ্বের সবচেয়ে দূষিত শহর যেখানে বায়ুদূষণে জীবন প্রায় ১০ বছর কমে যায়। আর দূষণের মাপকাঠিতে লখনউয়ে জীবনের মেয়াদ কমেছে প্রায় ৯.৫ বছর। এটি একটি দূষণ সূচক যা বায়ুদূষণের কণার প্রভাবে জীবনের আয়ু সম্পর্কে বোঝার চেষ্টা করে। ইন্দো-গাঙ্গেয় সমভূমি বিশ্বের সবচেয়ে দূষিত অঞ্চল।

আরও পড়ুন-ত্রিপুরার উপনির্বাচনে জমজমাট প্রচার তৃণমূলের

রিপোর্ট অনুসারে, বর্তমান দূষণের মাত্রা অব্যাহত থাকলে পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত ৫০ কোটিরও বেশি মানুষ গড় আয়ু ৭.৬ বছর হারাতে পারে। একইসঙ্গে বর্তমান দূষণের মাত্রা ধূমপানের চেয়ে বায়ুকে আরও প্রাণঘাতী করে তোলে, যা আয়ু ১.৫ বছর এবং শিশু ও মায়েদের অপুষ্টি ১.৮ বছর হ্রাস করে। লকডাউন সত্ত্বেও ভারতে বায়ুদূষণের মাত্রা ২০২০ সালে বাড়তে থাকে, যা বিশ্বব্যাপী গড় ২.২ বছরের তুলনায় ভারতীয় গড় আয়ু পাঁচ বছর কমিয়ে দেয়। এটি একটি প্যান-দক্ষিণ এশিয়ার সংকট, যার মাত্রা পাকিস্তান এবং বাংলাদেশেও বাড়ছে।

আরও পড়ুন-সারাদিন খুশির মেজাজে চিড়িয়াখানায় বুড়ি

কারণগুলি পরিষ্কার। গত দুই দশকে বা তারও বেশি সময়ে, এই অঞ্চলে যানবাহন চলাচল এবং কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তিন থেকে চার গুণ বেড়েছে। এটি ফসল পোড়ানো, ইটভাটা এবং অন্যান্য শিল্প কর্মকাণ্ড দ্বারা ক্রমশ জটিল হয়েছে। এই সময়ে ভারতের কণা দূষণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। ইপিআইসি-এর রিপোর্ট অনুযায়ী, ১৯৯৮ সাল থেকে গড় বার্ষিক কণা দূষণ ৬১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ২০১৩ সাল থেকে বিশ্বের দূষণ বৃদ্ধির প্রায় ৪৪ শতাংশ ভারত থেকে এসেছে।

Latest article