প্রতিবেদন : পয়গম্বরকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের কড়া নিন্দা করল আমেরিকা। বিজেপি নেত্রী নূপুর শর্মা ও নবীন জিন্দালের মন্তব্যে ইতিমধ্যেই দেশে তো বটেই, আন্তর্জাতিক দুনিয়াতেও মুখ পুড়েছে দেশের। বিশেষ করে গেরুয়া নেত্রীর মন্তব্যের পর নরেন্দ্র মোদি সরকারের নীরবতা আন্তর্জাতিক মহলে দেশের সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এতদিন বিজেপি নেতা-নেত্রীর মন্তব্যের সমালোচনা এসেছিল মূলত ইসলামি দেশগুলির কাছ থেকে। এবার বিজেপি নেত্রীর মন্তব্য নিয়ে মুখ খুলল মার্কিন যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন-মরে গেছে হ্রদ
আমেরিকার এই মন্তব্যে নিশ্চিতভাবেই মোদি সরকারের উপর চাপ আরও বাড়ল বলে মনে করছে কূটনৈতিক মহল। আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, আমরা বিজেপির দুই পদাধিকারীর মন্তব্যের তীব্র নিন্দা করছি। তাঁরা পয়গম্বর সম্পর্কে যে মন্তব্য করেছেন তা কখনওই মেনে নেওয়া যায় না। তাঁদের ওই মন্তব্যের ফলেই সে দেশে অস্থিরতা তৈরি হয়েছে। ভারতে মানবাধিকার রক্ষা ও ধর্মীয় স্বাধীনতার নিয়ে আমেরিকা অত্যন্ত উদ্বিগ্ন। তাই আমরা নিয়মিত ভারতের পরিস্থিতির উপর নজর রাখছি। এ বিষয়ে ভারত সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ রাখছে হোয়াইট হাউস। কারণ আমরা মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি।
আরও পড়ুন-সিবিএসই-র পাঠ্যক্রমে বাদ গেল গুজরাত দাঙ্গা
ভারতেও যাতে মানবাধিকার রক্ষা ও ধর্মীয় স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে আমরা নরেন্দ্র মোদি সরকারকে অনুরোধ করেছি।
তবে এই প্রথম নয়, ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে এর আগেও একাধিকবার মুখ খুলেছে আমেরিকা। কিছুদিন আগেই ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত একটি রিপোর্টকে হাতিয়ার করে ভারতের কড়া সমালোচনা করেছিলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছিলেন, ভারতের ধর্মীয় স্থানগুলি আক্রান্ত হচ্ছে। সে দেশে ধর্মীয় স্থান আক্রান্ত হওয়ার ঘটনা ক্রমশই বাড়ছে। অথচ ভারত সরকার এ বিষয়টি থেকে মুখ ফিরিয়ে রয়েছে।