মরে গেছে হ্রদ

যা আছে তা দিয়ে ভর্তি করা যাবে মাত্র দুটি সুইমিং পুল। হ্রদের প্রান্তজুড়ে ছড়িয়ে আছে মাছ আর জলজ প্রাণীদের কঙ্কাল।

Must read

মাত্র কুড়ি বছর আগেও পেনুলাস জলাধারটি ছিল মধ্য চিলির অধিবাসীদের জলের প্রধান উৎস। অলিম্পিক আকারের ৩৮ হাজার সুইমিং পুল ভরার জন্য যথেষ্ট ছিল যে জলাধার, সেখানে এখন হাঁটুসমান জলও নেই। যা আছে তা দিয়ে ভর্তি করা যাবে মাত্র দুটি সুইমিং পুল। হ্রদের প্রান্তজুড়ে ছড়িয়ে আছে মাছ আর জলজ প্রাণীদের কঙ্কাল।

আরও পড়ুন-সিবিএসই-র পাঠ্যক্রমে বাদ গেল গুজরাত দাঙ্গা

যতদূর চোখ যায়-দেখা যাবে শুধুই চৌচির মাটির শৈল্পিক ফাটল, পাথর, কিংবা মরা গাছের ডাল। এই দৈবদুর্বিপাক থেকে বাঁচতে ঈশ্বরের কাছে একআঁজলা জল ভিক্ষা চাইছে চিলি। প্রশান্ত মহাসাগর লাগোয়া পেনুলাস জলাধারটির জলের উৎস ছিল আন্দিজ পর্বতমালার তুষারভাণ্ডার। কিন্তু, এখন এতটাই গরম বেড়েছে যে, বরফ গলে আর জল হচ্ছে না। সরাসরি বাষ্প হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট খরার প্রভাব প্রকট দক্ষিণ আমেরিকার দেশটিতে৷

Latest article