ডাম্বুলা, ২৭ জুন : প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ আগেই পকেটে পুরে ফেলেছিলেন। হরমনপ্রীত কাউরদের লক্ষ্য ছিল শেষ ম্যাচ জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা। কিন্তু সেটা হল না। বরং সোমবার নিয়মরক্ষার ম্যাচটা ৭ উইকেটে হেরে গেলেন ভারতের মেয়েরা। ফলে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতে সন্তুষ্ট থাকতে হল হরমনপ্রীতদের।
আরও পড়ুন-সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে আসছে নয়া আইন
এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩৮ রান তুলেছিল ভারত। হরমনপ্রীত ৩৩ বলে ৩৯ রান করে নট আউট থাকেন। জেমাইমা রডরিগসের অবদান ৩০ বলে ৩৩। স্মৃতি মান্ধানা ও এস মেঘনা দু’জনেই ২২ রান করে করেন।
পাল্টা ব্যাট করতে নেমে ১৭ ওভারেই ৩ উইকেটে ১৪১ রান তুলে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। শুরুতেই ওপেনার বিশ্মী গুণারত্নের (৫) উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ক্যাপ্টেন চামারি আত্তাপাত্তুর ৪৮ বলে অপরাজিত ৮০ রানের ঝোড়ো ইংনিসের সৌজন্যে ১৮ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। চামারিকে দারুণ সঙ্গ দেন নীলাক্ষী ডি’সিলভা। তিনি ২৮ বলে ৩০ রান করেন। ম্যাচের সেরা হয়েছেন চামিরা। সিরিজের সেরা হরমনপ্রীত।