‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম নিয়ে এক অন্য ধরণের জটিলতা সৃষ্টি হয়েছে। কেন্দ্র (central government) প্রকল্পের বরাদ্দ টাকা দিচ্ছে না বাংলাকে। বুধবার, দুর্গাপুর দুই বর্ধমানের (Bardhawan) প্রশাসনিক বৈঠক থেকে এই বিষয়ে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, “রাজস্থানের প্রকল্প যদি ‘রাজস্থান বাড়ি‘ হয়, তাহলে এখানকার প্রকল্প ‘বাংলার বাড়ি’ কেন হবে না। এই প্রকল্পের কাজে ৪০ শতাংশ অর্থ রাজ্য ব্যয় করে।”
আরও পড়ুন-‘বাংলার বাড়ি’ নিয়ে দিল্লিতে দরবার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বর্ধমানের প্রসাশনিক বৈঠকে আর কী বললেন
মুখ্যমন্ত্রী জানান, বাংলার বাড়ি প্রকল্পে প্রতিবছর কত বাড়ি দেওয়া হবে, সেই সংক্রান্ত একটি তালিকা তৈরি করে কেন্দ্র। কিন্তু এ বছরে তা করা হয়নি। ফলে নতুন তালিকা তৈরি করা না হয়, জেলা প্রশাসনকে সেই নির্দেশ দেন মমতা। কেন্দ্র সহযোগিতা না করলে নতুন কাজ করা যাবে না বলেও জানান মুখ্যমন্ত্রী। যে গুলি তালিকাতে ছিল সেগুলিও পিছিয়ে দেওয়া হয়েছে। মমতা বলেন, ”আমি দিল্লিতে যাব, কোন অপরাধে অপরাধী করা হল, তা জানতে চাই।”